ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

তাহলে তিন ম্যাচ খেলে চ্যাম্পিয়ন ঠিক করাই ভালো: বাংলাদেশের ভারতীয় অ্যানালিস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
তাহলে তিন ম্যাচ খেলে চ্যাম্পিয়ন ঠিক করাই ভালো: বাংলাদেশের ভারতীয় অ্যানালিস্ট

এশিয়া কাপে রিজার্ভ ডের নিয়ম এনে সমালোচনার জন্ম দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। শুধু ভারত-পাকিস্তান ম্যাচ ও ফাইনালে এই সুবিধা রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।

কিন্তু শ্রীলঙ্কা ও  বাংলাদেশের কোনো ম্যাচেই রিজার্ভ ডে রাখা হয়নি।  

শ্রীলঙ্কায় হওয়া এশিয়া কাপের সবগুলো ম্যাচেই বৃষ্টির বাধা ছিল। এখনকার ম্যাচগুলো কলম্বোতে, এখানেও বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোভাবেই আছে। এমন অবস্থায় বাংলাদেশের ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে পয়েন্ট ব্যবধানে পিছিয়ে যেতে হবে। এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে চারদিকে।

বাংলাদেশের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘তার চেয়ে ভালো হয় তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজ করে চ্যাম্পিয়ন ঠিক করে ফেলা। ছয় দলের টুর্নামেন্ট কেন করতে হবে যদি সমতাই না থাকে। ’ এর সঙ্গে তিনটি হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন, যেগুলো থেকে স্পষ্ট এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েই কথা বলছেন তিনি।  

এর আগে এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি জানান, এমন কিছু এর আগে দেখেননি। সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে পরামর্শ করা হয়নি বলেও দাবি হাথুরুসিংহের।  

তিনি বলেন, ‘আমি নিশ্চিত প্রতিটি দেশ থেকে প্রতিনিধি নিয়ে তৈরি করা একটি টেকনিক্যাল কমিটি আছে। ছয়টি দেশেরই লোক আছে ওখানে। তারা নিশ্চয়ই কোনো কারণে সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, এটা আদর্শ কিছু নয়। আমরাও একটা অতিরিক্ত দিন পেলে খুশি হতাম। এর বাইরে আমার খুব বেশি কিছু বলার নেই, কারণ তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ’

‘যখন আপনি একবার সিদ্ধান্ত নিয়ে নেবেন, তখন আসলে খুব বেশি কিছু বলার থাকে না। যদি আগে আমাদের সঙ্গে পরামর্শ করা হতো, তাহলে আমরা কিছু একটা বলাটা পছন্দ করতাম। যেহেতু ইতোমধ্যেই সিদ্ধান্ত হয়ে গেছে, আমি খুব বেশি চিন্তা করছি না। আমরা শুধু সেটাই করবো, যা করতে বলা হবে। আমি এরকম কিছু অন্য টুর্নামেন্টে দেখিনি। টুর্নামেন্টের মাঝখানে এমন নিয়ম বদলে ফেলা কোথাও হয় না। ’

বাংলাদেশ সময় : ২২১৩ ঘণ্টা, ৮ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।