ঢাকা, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোহিত ভাইয়েরটা ছিল আমার স্বপ্নের উইকেট: তানজিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
রোহিত ভাইয়েরটা ছিল আমার স্বপ্নের উইকেট: তানজিম

এশিয়া কাপের দলেই জায়গা পাওয়ার কথা ছিল না। এবাদত হোসেনের ইনজুরি তানজিম সাকিবের জন্য খুলে দেয় দরজা।

এরপর পুরো টুর্নামেন্টই কেটেছে বেঞ্চে বসে। অনেকটা ‘মূল্যহীন’ হয়ে পড়া শেষ ম্যাচে ভারতের বিপক্ষে অভিষেক হয় তানজিম হাসান সাকিবের। তিনি অবশ্য প্রথম ম্যাচেই নজর কেড়েছেন সবার।  

ব্যাট হাতে ৮ বলে ১৪ রান করেন। পরে বল হাতে বাংলাদেশকে শুরুতেই এনে দেন দুই উইকেট। এর মধ্যে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় বলেই ফেরান রোহিত শর্মাকে। তার বলে ড্রাইভ করতে গিয়ে কাভার পয়েন্টে দাঁড়ানো এনামুল হক বিজয়কে ক্যাচ দেন ভারতীয় অধিনায়ক। সবমিলিয়ে ৭ ওভার ৫ বল হাত ঘুরিয়ে ২ উইকেট নেন তানজিম সাকিব।  

নিজের অভিষেক ম্যাচ নিয়ে ব্রডকাস্টারদের দেওয়া সাক্ষাৎকারে তানজিম সাকিব বলেন, ‘রোহিত ভাইয়ের উইকেটটা ছিল আমার কাছে স্বপ্নের উইকেট। আমার ক্যারিয়ারের প্রথম উইকেট। আমি কেবল বল ঠিক লাইন ও লেন্থে বল করায় মনোযোগ দিয়েছি। এটা ঠিক রাখার চেষ্টা করেছি। এজন্য আমি তাড়াতাড়ি সাফল্য পেয়েছি। ’

অভিষিক্ত তানজিমের কাঁধে এসেছিল ইনিংসের শেষ ওভার করার দায়িত্বও। প্রথম দুই বলে ডট দেন তানজিম। কিন্তু তৃতীয় বলেই তাকে চার হাঁকান মোহাম্মদ শামী। কিন্তু পরের বলে দারুণ এক ইয়র্কার করেন, পরে অবশ্য রান আউট হয়ে যান শামী। ওই বল ও প্রথম স্পেলে টানা ছয় ওভার করা নিয়েও কথা বলেন তানজিম।  

তিনি বলেন, ‘আমি সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকি লম্বা স্পেল করার জন্য। যখন আমার দলের লম্বা স্পেল দরকার হয়। আমি সবসময় প্রস্তুত থাকি। অনুশীলনেও নিজেকে সেভাবেই তৈরি করি। ’ 

‘ওই বলে আমি আবার স্লোয়ার দেওয়ার চিন্তা করেছিলাম। কিন্তু এটা খুব কাছাকাছি ম্যাচ ছিল, দুই বলে আট রান দরকার ছিল। আমার বিশ্বাস ছিল পারফেক্ট ইয়র্কার করতে পারবো। সেটাই হয়েছে। আমরা দেশে ফিরে যাচ্ছি ভারতের বিপক্ষে বড় একটা জয় নিয়ে। আমার জন্য খুব ভালো অনুভূতি। ’

বাংলাদেশ সময় : ২৩৫৭ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।