ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে পণ্ড ব্যাটারদের পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
বৃষ্টিতে পণ্ড ব্যাটারদের পরীক্ষা

দ্বিতীয় দফায় খেলা বন্ধ হওয়ার পর ফের শুরু হলো সন্ধ্যা সাতটায়। ব্যাটাররা নামলেন, মাঠে এলেন ফিল্ডাররাও।

কিন্তু উইকেট অবধি পৌঁছানোর আগেই তাদের দৌড়াতে হলো ড্রেসিংরুমের দিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বৃষ্টির দৃশ্য ছিল এমনই।  

এর মধ্যেই নিউজিল্যান্ডের ব্যাটাররা ব্যাট করেছেন, তাদের উইকেটও নিয়েছেন বাংলাদেশের বোলাররা।  কিন্তু বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় থাকা ব্যাটাররা সুযোগই পেলেন না। পরখ করে দেখা হলো না লম্বা সময় পর ফেরা তামিম ইকবাল, সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদদের ব্যাটিং।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ভেসে গেছে বৃষ্টিতে। ৩৩ ওভার ৪ বল খেলা হয়েছে এর আগে, কিউইরা পাঁচ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে।  

টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশ। চতুর্থ ওভারের তৃতীয় বলের সময় বৃষ্টির কারণে প্রথমবারের খেলা বন্ধ হয়। তখন কোনো উইকেট না হারালেও কিউইরা করেছিল স্রেফ ৯ রান।  

বৃষ্টির পর খেলা শুরু হলে বাংলাদেশকে উইকেট এনে দেন মোস্তাফিজুর রহমান। ২০ বলে ৯ রান করা অ্যালেনকে ফেরাতে ডানদিকে ঝাপিয়ে দারুণ এক ক্যাচ নেন নুরুল হাসান সোহান। পরের উইকেটটিও আসে এই দুজনের কল্যানে।  

৩ বলে ১ রান করা চ্যাড বাউসকে ফেরাতে অবশ্য মোস্তাফিজের বলে সহজ ক্যাচই নেন সোহান। ১৬ রানে দুই উইকেট হারিয়ে ফেলা কিউইদের হয়ে পরের চাপটুকু সামলান হেনরি নিকলস ও উইল ইয়াং। যদিও বাংলাদেশের স্পিনারদের খেলতে বেশ কষ্টই হচ্ছিল তাদের।  

৯৭ রানের জুটি ভাঙেন অবশ্য সেই মোস্তাফিজই। ৫৭ বলে ৪৪ রান করা নিকোলসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এরপর বাংলাদেশকে উইকেট এনে দেন নাসুম আহমেদ। হাফ সেঞ্চুরি করা উইল ইয়াংকে স্টাম্পিংয়ে শিকার করেন তিনি, দারুণ করেছেন উইকেটের পেছনে দাঁড়ানো সোহানও।  

এক বল পরই তাকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন রাচিন রবীন্দ্র। শুরুতে আম্পায়ার আউট না দিলেও পরে রিভিউতে সিদ্ধান্ত পক্ষে যায় বাংলাদেশের। এরপরই নেমে আসে বৃষ্টি। কয়েক দফায় মাঠ শুকানোর চেষ্টা করলেও পরে আর খেলা মাঠে গড়ায়নি।  

বাংলাদেশ সময় : ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।