ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিশ্বকাপ দলে চমক হাসান আলী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
পাকিস্তানের বিশ্বকাপ দলে চমক হাসান আলী

এশিয়া কাপে খেলার সময় কাঁধে চোট পেয়েছিলেন নাসিম শাহ। ফর্মে থাকা ডানহাতি এই পেসারকে হারানো পাকিস্তানের জন্য বড় ধাক্কা।

তাই তাকে ছাড়াই বিশ্বকাপে দল সাজাতে হয়েছে দলটিকে।
 
আগামী অক্টোবরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেন পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। যেখানে চমক বলতে গেলে শুধু হাসান আলী। গত এক বছর কোনো ওয়ানডে খেলেননি ডানহাতি এই পেসার। লিস্ট 'এ' ক্রিকেটও খেলেছেন সেই গত ডিসেম্বরে। তবে তার অভিজ্ঞতার ওপর আস্থা রেখেছেন ইনজামাম। তাই বিশ্বকাপের দলে ৬০ ওয়ানডেতে ৯১ উইকেট নেওয়া ডানহাতি পেসারকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেছেন তিনি।

এশিয়া কাপের দল থেকে নাসিম শাহ ছাড়াও বাদ পড়েছেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ হারিস। তবে হারিসসহ জামান খান ও আবরার আহমেদ রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে থাকবেন।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, আগা সালমান, সাউদ শাকিল, শাহিন আফ্রিদি, হাসান আলী, উসামা মির, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।
রিজার্ভ: মোহাম্মদ হারিস, জামান খান, আবরার আহমেদ।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।