ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের প্রস্তুতি ম্যাচে বৃষ্টির দাপট চলছেই

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
টাইগারদের প্রস্তুতি ম্যাচে বৃষ্টির দাপট চলছেই

বৃষ্টির কারণে দুই ঘন্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে বাংলাদেশ-ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ। তবে বৃষ্টি থামার পর সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা ছিল খেলা।

কিন্তু আম্পায়ারদের মাঠ পর্যবেক্ষণ শেষে গোয়াহাটিতে আবারও হানা দেয় বৃষ্টি। তাই উইকেটের ওপর ফের বসানো হয়েছে কাভার।  তেমনটা চলতে থাকলে টাইগারদের আর ব্যাটিংয়ে না নামার সম্ভাবনাই বেশি।   

বৃষ্টি আসার আগপর্যন্ত ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান করেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ৬০ ও তাওহীদ হৃদয় ৫ রানে ব্যাট করছিলেন। লম্বা সময় খেলা বন্ধ থাকায় স্বভাবতই ওভার কমতে শুরু করেছে। সবশেষ পর্যবেক্ষণে ম্যাচের দৈর্ঘ্য ৪০ ওভার নির্ধারণ করেছিলেন আম্পায়াররা।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোট পাওয়ায় এই ম্যাচেও খেলছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত শুরু করলেও এবার খুব বেশিদূর এগোয়নি ওপেনিং জুটি। রিস টপলির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন লিটন দাস। ৬ বলে ৫ রান করে ফেরেন তিনি। টপলির শিকার হয়ে থিতু হতে পারেননি নাজমুল হোসেন শান্তও (২)। তবে আগের ম্যাচের মতোই দারুণ ছন্দে ছিলেন তানজিদ হাসান তামিম। যদিও ফিফটির খুব কাছ থেকেই ফিরতে হয় তাকে। মার্ক উডের বলে বোল্ড হওয়ার আগে ৪৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৫ রান করেন বাঁহাতি এই ওপেনার।  

এরপর উইকেটের একপ্রান্ত আগলে রাখতে শুরু করেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু অপরপ্রান্তে উইকেট বিলিয়ে দিয়ে আসেন মুশফিকুর রহিম (৮) ও মাহমুদউল্লাহ রিয়াদ (১৮)। দুজনেই আটকা পড়েন আদিল রশিদের স্পিন জালে।

বাংলাদেশ সময়:  ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।