ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টির পর আবারও ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
বৃষ্টির পর আবারও ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ

বৃষ্টির কারণে তিন ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ থেকেছে বাংলাদেশ-ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ। তবে বৃষ্টি থামার পর রাত ৮টায় শুরু হয়েছে খেলা।

যদিও কমেছে ওভার। ম্যাচের দৈর্ঘ্য ৩৭ ওভার নির্ধারণ করেছেন আম্পায়াররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ৬২ রানে ব্যাট করছেন। বৃষ্টির পর প্রথম ওভারেই স্যাম কারানের শিকার হন তাওহীদ হৃদয় (৫)।

গোয়াহাটিতেঁ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোট পাওয়ায় এই ম্যাচেও খেলছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত শুরু করলেও এবার খুব বেশিদূর এগোয়নি ওপেনিং জুটি। রিস টপলির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন লিটন দাস। ৬ বলে ৫ রান করে ফেরেন তিনি। টপলির শিকার হয়ে থিতু হতে পারেননি নাজমুল হোসেন শান্তও (২)। তবে আগের ম্যাচের মতোই দারুণ ছন্দে ছিলেন তানজিদ হাসান তামিম। যদিও ফিফটির খুব কাছ থেকেই ফিরতে হয় তাকে। মার্ক উডের বলে বোল্ড হওয়ার আগে ৪৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৫ রান করেন বাঁহাতি এই ওপেনার।  

এরপর উইকেটের একপ্রান্ত আগলে রাখতে শুরু করেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু অপরপ্রান্তে উইকেট বিলিয়ে দিয়ে আসেন মুশফিকুর রহিম (৮) ও মাহমুদউল্লাহ রিয়াদ (১৮)। দুজনেই আটকা পড়েন আদিল রশিদের স্পিন জালে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।