ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
বিশ্বকাপে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

আগেই প্রকাশ পেয়েছিল এবারের ওয়ানডে বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ার শঙ্কা। সেটিই সত্যি হলো।

এবারের আসরে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। আজ আইসিসির দেওয়া সূচিতে বিষয়টি নিশ্চিত হয়।

জমকালে আয়োজনের মধ্য দিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পর্দা ওঠার কথা ছিল বিশ্বকাপের। এই অনুষ্ঠানে কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে ছাড়াও গান গাওয়ার কথা ছিল অরিজিত সিং, শ্রেয়া ঘোষালের। এছাড়াও বলিউড তারকা রণবীর সিং এবং তামান্না ভাটিয়ারও পারফর্ম করার কথা ছিল। কিন্তু সেটি আর হচ্ছে না।  

আইসিসির দেওয়া সূচিতে দেখা যায় আগামীকাল (৪ অক্টোবর) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দলের অনুশীলন থাকবে। পাশাপাশি দলের অধিনায়করা এদিন কথা বলবেন সংবাদমাধ্যমের সঙ্গে।  

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কেবল ১০ অধিনায়ককেই পরিচয় করিয়ে দেওয়া হবে। থাকবে লেজার শো। এর বাইরে বিস্তারিত আয়োজনের পথে হাঁটবে না বিসিসিআই। এর পরিবর্তে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের আগে একটি অনুষ্ঠান আয়োজন করা হতে পারে। এছাড়া ১৯ নভেম্বর ফাইনালের আগেও থাকবে বর্ণিল অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।