ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের পর আফগান শিবিরে মিরাজ-মুস্তাফিজের আঘাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
সাকিবের পর আফগান শিবিরে মিরাজ-মুস্তাফিজের আঘাত

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হয়েছে বাংলাদেশের। ধর্মশালা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।

শুরুতেই আফগানদের দুই উইকেট শিকার করেন বাংলাদেশ দলের অধিনায়ক। এরপর পর পর দুই ওভারে দুই আফগান ব্যাটার হাসমতউল্লাহ এবং রহমানউল্লাহকে ফেরান মেহেদি হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমান।

অফ স্টাম্পের বাইরের লাইনে করেছিলেন মিরাজ, টেনে মারার চেষ্টা ছিল হাসমতউল্লাহ শহীদির। তবে প্লেসমেন্টটা ঠিকঠাক করতে পারেননি, যেভাবে খেলতে চেয়েছিলেন পারেননি সেটিও। আবার উঠেছে ক্যাচ। সেটি নিয়েছেন হৃদয়।  পরের ওভারেই রহমানউল্লাহ গুরবাজ অফ স্টাম্পের বাইরে থেকে তুলে মারতে গেলেন মোস্তাফিজকে। ড্রাইভ করেছিলেন। তবে ক্যাচ গেছে ডিপ পয়েন্টে। সীমানার কাছ থেকে ছুটে এসে ভালো ক্যাচ নিয়ে তাকে ফিরিয়েছেন তানজিদ। দুই ব্যাটসম্যানই ফিরেছেন ১৮ রান করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ চার উইকেট হারিয়ে ২৭.৩ ওভারে ১২১ রান।

বাংলাদেশ সময় : ১৩০৭ ঘণ্টা, ০৭ অক্টোবর ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।