ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সাঁতার কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার জাম্পা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
সাঁতার কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার জাম্পা

বিশ্বকাপ খেলতে এখন ভারতে অবস্থান করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামীকাল স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের মিশন।

এর আগেই দুর্ঘটনা ঘটিয়ে বসেছেন দলটির স্পিনার অ্যাডাম জাম্পা। সুইমিং পুলে সাঁতরাতে গিয়ে মুখে আঘাত পেয়েছেন তিনি।

জাম্পার এই চোটের কথা জানিয়েছেন প্যাট কামিন্স। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার ছিটকে যাওয়ার সম্ভাবনা নেই। আজ সংবাদমাধ্যমকে কামিন্স বলেন, ‘সে (জাম্পা) সাঁতরাতে গিয়ে পুলের দেয়ালে ধাক্কা খেয়েছে। আমাদের সে বলেছে, তখন তার চোখ বন্ধ ছিল এবং ভেবেছে সোজাই সাঁতরাচ্ছে। কিন্তু পুলের দেয়ালে ধাক্কা লাগে। কিছুটা ব্যথা আছে, তবে এমনিতে ঠিক আছে। ’

এমন অদ্ভুত দুর্ঘটনা অবশ্য এর আগেও ঘটেছে অস্ট্রেলিয়া দলের সঙ্গে। গত বছর করাচিতে টিম হোটেলের সুইমিং পুলের পাশ দিয়ে হাঁটার সময় বেখেয়ালে পুলের মধ্যে পড়ে যান কিপার-ব্যাটসম্যান অ্যালেক্স কেয়ারি। একই বছর নিজের বাড়িতে একটি জন্মদিনের অনুষ্ঠানের সময় দৌড়াতে গিয়ে বাজেভাবে পড়ে পা ভেঙে যায় গ্লেন ম্যাক্সওয়েলের। যে কারণে ২০২২-২৩ মৌসুমের পুরো গ্রীষ্মে বাইরে থাকতে হয় তাকে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।