ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

‘তিন মাথার বুদ্ধি’ নিয়ে খুশি হাথুরুসিংহে

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
‘তিন মাথার বুদ্ধি’ নিয়ে খুশি হাথুরুসিংহে

ভারতের ধর্মশালা থেকে: ডেভিড মালানকে করা প্রশ্নটা শুনেই হাসলেন চন্ডিকা হাথুরুসিংহে। ইংলিশ ব্যাটারের সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগেই এসে হাজির হয়েছিলেন তিনি।

সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে তাই মালানের সংবাদ সম্মেলন দেখায় ব্যস্ত ছিলেন হাথুরু।  

প্রশ্নটা কী ছিল? বাংলাদেশ পিচটা বুঝতে ভুল করেছে কি না। মালান অবশ্য তেমন মনে করেন না। হাথুরুর কাছে প্রশ্নে একটি সম্পূরক ব্যাপারও ছিল, শ্রীধরন শ্রীরামের ‘ইনপুট’ আসলে কী ছিল? বিশ্বকাপের আগে তাকে বাংলাদেশের ড্রেসিংরুমে নাকি নেওয়াই হয়েছে পিচের ধরন বোঝার জন্য।  

শুধু শ্রীরামই নন, বিশ্বকাপে বাংলাদেশ দলের কোচিং বহরটা বেশ বড়। সব বিভাগের কোচ তো আছেনই। বিশ্বকাপে রাখা হয়েছে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও পরামর্শক শ্রীধরন শ্রীরামকে। ‘তিন মাথার বুদ্ধি’ কি একটু গোলমেলেও করে দিচ্ছে সব?

প্রশ্নটা শুনে হাথুরু জবাব, ‘এটা ভালোভাবেই চলছে। এখানে যারা এসেছে, খালেদ তাদের ম্যানেজার। শ্রীরাম পরামর্শক আর আমি হেড কোচ। ভালোভাবেই চলছে সব আর আমিও খুশি। নির্দিষ্ট দায়িত্ব বলতে কিছু নেই। তারা চাইলে যেকোনো কিছুতেই অবদান রাখতে পারে। আমি তাতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবো। ’

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ মাহমুদউল্লাহ রিয়াদকে বসিয়ে খেলানো হয়েছে মাহেদী হাসানকে। কাজের কাজ অবশ্য হয়নি। ইংলিশরা তুলেছে বড় রান। বাংলাদেশ কি পিচটা পড়তে ভুল করে ফেলেছে? হাথুরু বলছেন, তেমন কিছু নয়।

তিনি বলেন, ‘আমার মনে হয় না আগে বোলিং নিয়ে আমরা ভুল করেছি। কারণ উইকেটে কিছু ছিল, বিশেষত খেলা শুরু হয়েছে সাড়ে দশটায়, আগের দিনও একই কাজ করেছি। কিছুটা বৃষ্টি ছিল। উইকেটেও কিছু ছিল। ব্যাপারটা হচ্ছে আমরা ঠিক জায়গায় বল করিনি। আমাদের লাইন-লেন্থ ভালো ছিল না। ’

উইকেট নিয়ে শ্রীরামের ‘ইনপুট’ প্রসঙ্গে তার জবাব, ‘শ্রীরাম আমাদের পরামর্শক। শেষ বিশ্বকাপেও দলের সঙ্গে ছিল। ওর দায়িত্ব অনেক বড়, শুধু পিচই না। ’

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।