ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ শেষ লঙ্কান অধিনায়কের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
বিশ্বকাপ শেষ লঙ্কান অধিনায়কের

বিশ্বকাপে শ্রীলঙ্কার শুরুটা হয়েছে হতাশায়। প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরেছে তারা।

এরপর আরও একটি দুঃসংবাদ হানা দিল লঙ্কান শিবিরে। ইনজুরির কারণে পুরো আসর থেকেই ছিটকে গেছেন অধিনায়ক দাসুন শানাকা। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে চামিকা করুনারত্নেকে। রিজার্ভ প্লেয়ার হিসেবে দলের সঙ্গে ভারতেই ছিলেন ডানহাতি এই পেসার।

গত ১০ অক্টোবর হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে খেলার সময় ঊরুতে চোট পান শানাকা। যা তাকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে দেয়। পাকিস্তান ম্যাচে ব্যাট হাতে ১২ রান করেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬২ বলে খেলেন ৬৮ রানের ঝোড়ো ইনিংস।

শানাকা না থাকায় বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর জন্য শ্রীলঙ্কার অধিনায়ক হিসেবে থাকবেন কুশল মেন্ডিস। এদিকে পরের ম্যাচে লক্ষ্ণৌয়ে আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে লঙ্কানরা।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।