ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

শোয়েবের পরামর্শ মেনে যা বললেন শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
শোয়েবের পরামর্শ মেনে যা বললেন শচীন

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই সাবেক ক্রিকেটারদের পরিহাসে মেতে ওঠা। দলকে চাঙা রাখতে একের পর এক উপদেশ দিয়ে যান তারা।

টুইটার-ফেসবুক আসার পর যা বেড়ে গেছে। কিন্তু সব উত্তাপ পেছনে ফেলে গতকাল একপেশে এক ম্যাচই দেখা গেল বরং।

আহমেদাবাদে পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে ভারত। সেই ম্যাচের আগের দিন বাবরদের মনোবল শক্ত রাখতে উৎসাহ জোগান শোয়েব আখতার। টুইটারে একটি ছবি পোস্ট করে সাবেক এই পেসার বলেন, 'কাল যদি এ রকমই কিছু করতে হয় তা হলে ঠান্ডা রাখুন। '

সেই ছবিতে ভারত-পাকিস্তানের একটি টেস্ট ম্যাচে শচীন টেন্ডুলকারকে আউট করার পর শোয়েবের উল্লাস দেখা যায়। কিন্তু শোয়েবের কথা রাখতে পারেননি বাবর আজমরা। তাই ম্যাচ হারের পর শোয়েবকে ছেড়ে কথা বলেননি শচীন। কিংবদন্তি এই ব্যাটার টুইটারে লেখেন, 'বন্ধু, আপনার পরামর্শ মেনে চলেছি এবং সব কিছু ঠান্ডা রেখে দিয়েছি। '

এর জবাবে শচীনকে নিয়ে প্রশংসার ডালা সাজিয়ে বসেন শোয়েব, 'বন্ধু, তুমি হলে সর্বকালের সেরা খেলোয়াড়, যে খেলাটিকে অনন্য মাত্রা দিয়েছে এবং এর সবচেয়ে বড় দূত। আমরা বন্ধুত্বপূর্ণ রসিকতা সেটা নিশ্চয়ই বদলে দেবে না। '

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।