ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সাংবাদিকদের দেখে লিটনের প্রশ্ন, ‘আমার ছবি তুলছে কেন?’

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
সাংবাদিকদের দেখে লিটনের প্রশ্ন, ‘আমার ছবি তুলছে কেন?’

পুনেতে পৌঁছে প্রথম দুদিনই বাংলাদেশ দলের থাকার কথা বিশ্রামে। সেটিই হচ্ছে।

ক্রিকেটাররা সময় কাটাচ্ছেন যে যার মতো। এর মধ্যে দুপুরে পুনের হোটেল কনরাডে হাজির হন সাংবাদিকরা। শুরুতে গিয়ে দেখা যায়, একা বসে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।  

এক টিম বয় আসার পর তাকে নিয়ে বের হয়ে যান তিনি। এরপর অপেক্ষমাণের তালিকায় নাম উঠে নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ের। তারা দুজন বসে অপেক্ষা করছিলেন তাসকিন আহমেদ, মাহেদী হাসান, হাসান মাহমুদদের জন্য।  

হোটেল ছেড়ে বাইরে যাওয়ার সময় তারা বের হচ্ছিলেন বেশ হাসিমুখেই। সাংবাদিকদের দেখেও সৌহার্দপূর্ণ আচরণও করেন তারা। এরপর দীর্ঘক্ষণ অপেক্ষার পর সাংবাদিকরা বেরিয়ে আসেন।  

আসার পথে বের হতে দেখা যায় লিটন দাসকে। সাংবাদিকরা তার ছবি নেওয়া শুরু করার পর উল্টো দিকে ঘুরে যান লিটন। এরপর হোটেলের নিরাপত্তারক্ষীদের ডেকে লিটন বলেন, ‘মিডিয়া এখানে কেন এসেছে? আমার ছবি তুলছে কেন?’

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে গোল্ডেন ডাক মারেন লিটন। স্বাভাবিকভাবেই মানসিকভাবে খুব একটা ভালো নেই তিনি। তবে গণমাধ্যমের জন্য এমন কড়াকড়ি বিশ্বকাপে নতুন নয়। অন্য দলগুলো মিডিয়াকে স্বাগত জানালেও ম্যাচের আগে ও পরে ছাড়া বাংলাদেশের কেউ মুখোমুখি হচ্ছেন না।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।