ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

অলিম্পিকে যুক্ত হলো ক্রিকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
অলিম্পিকে যুক্ত হলো ক্রিকেট

বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিকে শতবর্ষ ধরে ছিল না ক্রিকেট ইভেন্ট। এবার ‘দ্য বিগেস্ট শো অন আর্থ’র ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে আবারও দেখা যাবে ক্রিকেট।

১২৮ বছর পর পুনরায় ক্রিকেট ইভেন্ট ফিরলো অলিম্পিকে।

লস অ্যাঞ্জেলেসের আয়োজক কমিটিই ক্রিকেটসহ নতুন আরো চারটি খেলা অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়। গত সপ্তাহে আইওসি সেই প্রস্তাব অনুমোদন করে আজ তা ভোটে তোলে। মুম্বাইয়ে সভা চলাকালীন সদস্যদের সেই ভোটেই ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে জায়গা পেয়ে গেছে ক্রিকেট।

১৯০০ সালে প্যারিস অলিম্পিকে প্রথম ও শেষবারের মত ক্রিকেট ইভেন্টে অংশ নিয়েছিল দেশগুলো। তবে অপেক্ষার অবসান হলেও ২০২৪ অলিম্পিকে ক্রিকেট থাকছে না।  

অলিম্পিকে ক্রিকেট ফেরার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে, ‘ক্রিকেটের জন্য এটা বিরাট একটা দিন। ক্রিকেট খুব দ্রুত বৈশ্বিক খেলা হয়ে উঠছে। তার পরও অলিম্পিকের মতো আসরে ক্রিকেটের জায়গা করে নেওয়া অনেক বড় একটা ঘটনা। ’

আইসিসি, মূলত অলিম্পিকে টি-২০ ক্রিকেটকেই প্রস্তাব করেছে। যেখানে পুরুষ ও নারী উভয় ক্রিকেটেই র‍্যাংকিংয়ের শীর্ষ ৬টি দল খেলবে।  

ওয়ানডেরও  প্রস্তাব দেওয়া হয়েছিল। যা পরবর্তীতে অলিম্পিক কমিটি বাতিল করে দেয়। এখনো টুর্নামেন্ট কী রকম হবে সেটি নিয়ে সিদ্ধান্ত হয়নি। তবে দ্রুতই সেটি হবে বলে আশা ব্যক্ত করেছে আইসিসি।

 

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।