ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জ্বরে আক্রান্ত শাহিন আফ্রিদি, অনিশ্চিত অস্ট্রেলিয়া ম্যাচে

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
জ্বরে আক্রান্ত শাহিন আফ্রিদি, অনিশ্চিত অস্ট্রেলিয়া ম্যাচে

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেলো পাকিস্তান শিবির। দলটির প্রধান অস্ত্র শাহিন শাহ আফ্রিদি জ্বরে আক্রান্ত।

 

আজ পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুতে পৌঁছেই অসুস্থবোধ করতে শুরু করেন শাহিন। পরে জানা যায়, জ্বরে আক্রান্ত হয়েছেন এই পাকিস্তানি স্পিডস্টার।  

আগামী ২০ অক্টোবর ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অজিদের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান দল। ভারতের বিপক্ষে লজ্জার হারের পর শাহিনকে না পাওয়া- বড় ধরনের ক্ষতির মুখে পড়লো বাবরবাহিনী।  

তবে শাহিন একাই নন; শোনা যাচ্ছে, অসুস্থ হয়ে পড়েছেন পাকিস্তানের স্পিন বোলার ওসামা মীরও। এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর একজন মুখপাত্র বলেছেন, 'গত কয়েকদিনে দলের বেশ কয়েকজন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়েছে এবং কয়েকজন আবার সুস্থও হয়ে উঠেছে। '

এবারের বিশ্বকাপে এখনও চেনা ছন্দে দেখা যায়নি শাহিনকে। আগের তিন ম্যাচে ১৩৯ রান খরচ করে মাত্র ৪ উইকেট পেয়েছেন তিনি। এই বাঁহাতি পেসারের ফিটনেস নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।  

এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে তিন ম্যাচ খেলে একটিতে হেরেছে পাকিস্তান। সেই ম্যাচটিও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।