ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

রোহিতের পর বিদায় নিলেন গিলও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
রোহিতের পর বিদায় নিলেন গিলও

ব্যাটিংয়ে ভারতের শুরুটা হয় দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে ৮৮ বলে ৯৩ রান যোগ করেন রোহিত শর্মা ও শুভমান গিল।

ফিফটি করার দুই রান আগে রোহিতকে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন হাসান মাহমুদ। তবে গিল ঠিকই তুলে নেন ফিফটি। এরপর তাকে বিদায় করেন মেহেদি হাসান মিরাজ।

ইনিংসের ত্রয়োদশ ওভারে হাসান মাহমুদের বল উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছে তাওহীদ হৃদয়ের হাতে ধরা পড়েন রোহিত। ৪০ বলে ৪৮ রান নিয়ে বিদায় নেন তিনি। তবে একপ্রান্তে লড়ে গিয়ে ৫২ বলে অর্ধশতক পূর্ণ করেন গিল। এরপর আর তিন রান যোগ করতেই বিদায় নিতে হয় তাকে। মিরাজের বল উড়িয়ে মারতে গিয়ে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ তুলে দেন এই ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৪৩ রান।

এর আগে পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিম ও লিটন দাসের পঞ্চাশোর্ধ ইনিংসের পর শেষদিকে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ২৫৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।