ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বাবর-শফিকের ব্যাটে পাকিস্তানের ভালো সংগ্রহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
বাবর-শফিকের ব্যাটে পাকিস্তানের ভালো সংগ্রহ

ধীরগতির শুরুতে দলের সংগ্রহ বাড়াতে থাকেন আবদুল্লাহ শফিক। পরে যোগ দিলেন বাবর আজমও।

দুইজনই খেলেন পঞ্চাশোর্ধ ইনিংস। শেষদিকে শাদাব খান ও ইফতিখার আহমেদের ঝড়ো ব্যাটিংয়ে ভালো সংগ্রহ পায় পাকিস্তান।

বিশ্বকাপের ২২তম ম্যাচে আজ চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলে ২৮২ রান সংগ্রহ করে পাকিস্তান। এই রান সংগ্রহ করতে তাদের হারাতে হয় ৭ উইকেট।  

ইমাম উল হক ও আবদুল্লাহ শফিকের পঞ্চাশোর্ধ জুটিতে ভালো শুরু পায় পাকিস্তান। ইমামকে বিদায় করে ৫৮ রানের এই জুটি ভাঙেন আজমতউল্লাহ ওমরজাই। এরপর শফিককে সঙ্গ দিয়ে দলের সংগ্রহ বাড়াতে থাকে বাবর। দুইজনে গড়েন ৫৪ রানের জুটি। ৬০ বলে ফিফটির দেখা পান শফিক। আর ৮ রান যোগ করতেই তিনি বিদায় নেন এলবিডব্লিউ হয়ে।

চারে নামা রিজওয়ান ৮ রান করে হারান উইকেট। একপ্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন বাবর। তিনি ফিফটির দেখা পান ৬৯ বলে। সেঞ্চুরির দিকে এগোলেও সেটি আর করা হয়নি পাকিস্তানি অধিনায়কের। ৯২ বলে ৭৪ রান করে হারান উইকেট। মাঝে ২৫ রান সংগ্রহ করে বিদায় নেন সাউদ শাকিল।

শেষদিকে এসে দারুণ জুটি গড়েন ইফতেখার ও শাদাব। ৪৫ বলে ৭৩ রানের জুটি গড়ে পাকিস্তানকে তারা ভালো সংগ্রহ এনে দেয়। ২৭ বলে ৪০ রান করে ইফতেখার। ৩৮ বলে সমান রান করে শেষ বলে উইকেট হারান শাদাব খান।  

আফগানিস্তানের পক্ষে ৩ উইকেট শিকার করেন নুর আহমাদ। জোড়া উইকেট পান নাভিন উল হক। একটি করে উইকেট নেন মোহাম্মদ নবি ও ওমরজাই।  

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।