ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ফিরেছেন উইলিয়ামসন, টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৩
ফিরেছেন উইলিয়ামসন, টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নেমেছে পাকিস্তান। আর কিউইদের জন্য সুযোগ আরও এগিয়ে যাওয়ার।

ইনজুরি কাটিয়ে আজকের ম্যাচ দিয়ে ফিরেছেন দলটির নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।

বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ টস জিতে কিউইদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম।

এ বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৪টিতে হেরে খাদের কিনারে অবস্থান করছে পাকিস্তান। আজকের ম্যাচ হারলেই সেমিফাইনালে উঠার লড়াই থেকে ছিটকে পড়বে তারা। অন্যদিকে নিউজিল্যান্ডের জন্য আজকের ম্যাচটি সেমির দিকে আরও একটু এগিয়ে যাওয়ার সুযোগ।

চোটের কারণে চার ম্যাচ বাইরে ছিলেন উইলিয়ামসন। পাকিস্তান ম্যাচ দিয়েই তার ফেরার কথা ছিল, হয়েছেও তাই। তিনি ফেরায় বাদ পড়েছেন উইল ইয়াং। এছাড়া চোটে ছিটকে যাওয়া ম্যাট হেনরির জায়গায় এসেছেন ম্যাট হেনরি। পরিবর্তন এসেছে পাকিস্তানের একাদশেও। বাদ পড়েছেন স্পিনার উসামা মির, খেলছেন পেসার হাসান আলী।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ইফতিখার আহমেদ, সৌদ শাকিল, আগা সালমান, শাহীন আফ্রিদি, হাসান আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।