ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
টস জিতে ব্যাটিংয়ে ভারত

দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত। তবে বাকি রয়েছে শীর্ষস্থান দখলের লড়াই।

সেই লড়ায়েই মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।  

২০২৩ বিশ্বকাপে আজ কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। স্বাগতিকদের একাদশেও কোনো পরিবর্তন আনা হয়নি। তবে দক্ষিণ আফ্রিকার একাদশে একটি পরিবর্তন এসেছে। পেসার জেরাল্ড কোয়েটজির জায়গায় এসেছেন স্পিনার তাবরেজ শামসি।

এখন পর্যন্ত ৭ ম্যাচের সবগুলো জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ভারত। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। দুই দলই আছে দুর্দান্ত ফর্মে। আজকের ম্যাচটি তাই শীর্ষ দুই দলের শক্তিমত্তা জাহিরের লড়াইও।

দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়েনসেন, কেশব মহারাজ, তাবরেজ শামসি, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।