ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

‘ম্যাথিউজের আউট স্পিরিট অব ক্রিকেটের জন্য ভালো নয়’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
‘ম্যাথিউজের আউট স্পিরিট অব ক্রিকেটের জন্য ভালো নয়’

ইতিহাস প্রথমবার সাক্ষী হলো এমন আউটের। এ নিয়ে ধারাভাষ্যকক্ষেও চললো লম্বা আলোচনা।

ঘটনাটি ঘটে বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের ২৫তম ওভারে। সাদিরা সামারাবিক্রমা আউট হওয়ার পর ক্রিজে আসেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।  

কিন্তু যে হেলমেট নিয়ে তিনি নেমেছিলেন, সেটি নিয়ে সংশয় ছিল তার। পরে আরেকটি হেলমেট আনা হয়, তবে তাতেও সন্তুষ্ট হননি। এর মধ্যে আম্পায়ারের কাছে এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী আবেদন করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।  

ওই নিয়মে বলা আছে, ‘কোনো ব্যাটার আউট হয়ে যাওয়া বা অবসর নেওয়ার পর যে ব্যাটার আসবেন, তাকে অথবা অন্য ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে পরবর্তী বল মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন, তাকে টাইম আউট হতে হবে। ’

সাকিবের আবেদনে নিয়ম অনুযায়ী সাড়া দেন আম্পায়ার। কারণ ততক্ষণে পেরিয়ে গেছে প্রায় পাঁচ মিনিট। এমন সিদ্ধান্তে খুশি হতে পারেননি ম্যাথিউজ। সাজঘরে ফেরার সময় হেলমেট ছুড়ে মারেন তিনি। পরে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লঙ্কানদের হয়ে সেঞ্চুরি করা আসালাঙ্কা।  

ম্যাথিউজের ওই আউটের পর ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৮২ বলে ৭৮ রানের জুটি গড়েন ম্যাথিউজ। চাপের মধ্যে গড়া এই জুটি নিয়ে ইনিংস বিরতিতে জানতে চান উপস্থাপক সঞ্জয় মাঞ্জেকার। আসালাঙ্কা তখন বলেন, ‘হ্যাঁ, ম্যাথিউজের আউট স্পিরিটের অব ক্রিকেটের জন্য ভালো নয়। যাই হোক, এটা ক্রিকেটের নিয়মে আছে। এরপর ধনঞ্জয়া এসে ভালো একটা জুটি গড়েছে। এর মাধ্যমেই আমরা ভিত্তিটা গড়ে তুলেছি। ’ 

‘আমি ধনঞ্জয়ার সঙ্গে জুটি করতে ভালোবাসি। ও ডান হাতি আর আমি বাঁ হাতি। আর ও সবসময় দ্রুত রান করে, যেটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি সবসময়েই তার সঙ্গে জুটি গড়তে পছন্দ করি। ’ 

শ্রীলঙ্কার দেওয়া ২৮০ রান যথেষ্ট হবে কি না এমন প্রশ্নের জবাবে আশালাঙ্কা বলেন, ‘আমি যখন ব্যাটিং করছিলাম, তখন তিনশ রান করার লক্ষ্য ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমি শেষ অবধি ব্যাট করতে পারেনি। তিনশ রানও করা হয়নি। তবে আমার মনে হয় এটা যথেষ্ট রান। ’

বাংলাদেশ সময় : ১৮৪৭ ঘণ্টা, ৬ নভেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।