ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করবে অস্ট্রেলিয়া। তবে ছেড়ে কথা বলবে না আফগানিস্তান।

সেমিফাইনাল খেলার ভালো সুযোগ আছে তাদেরও। তাই রাস্তাটা সহজ করতে এই ম্যাচে জয় দরকার। তাই নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত তারা।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান। জয়ের ধারা ধরে রাখতে একাদশে একটি পরিবর্তন এনেছে তারা। ফজলহক ফারুকির জায়গায় খেলছেন নাভিন উল হক। অন্যদিকে অজি একাদশে এসেছে দুটি বদল। স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিনের পরিবর্তে সুযোগ পেয়েছেন মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল।

অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মার্নাস লাবুশেন, মার্কাস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ইকরাম আলীখিল, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, নাভিন উল হক।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
এএইচএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।