ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

হুট করেই অবসরে বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
হুট করেই অবসরে বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক

বয়স কেবল ৩১। কিন্তু এখানেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে অবাক করলেন মেগ ল্যানিং।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক আজ ঘোষণা দেন অবসরের।

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ল্যানিংয়ের। প্রায় ১৩ বছরের ক্যারিয়ারে অজিদের হয়ে ৬ টেস্ট, ১০৩ ওয়ানডে ও ১৩২ টি-টোয়েন্টি খেলে ৮ হাজার ৩৫২ রান করেছেন তিনি। এর মধ্যে ১৮২ ম্যাচে দলকে নেতৃত্ব দেন ডানহাতি এই ব্যাটার। তার অধীনে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটি ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।

অবসর নিয়ে ল্যানিং বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কিন্তু ভেবে দেখলাম, এটাই সঠিক সময়। ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পেরে ভাগ্যবান। কিন্তু এ বার অন্য কিছু চেষ্টা করে দেখতে হবে। যা কিছু অর্জন করেছি এবং যে মুহূর্তগুলোর অংশ থেকেছি, তা সারা জীবন মনে থাকবে। '

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।