ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

সেমিফাইনালের দর্শকাসনে থাকবেন বেকহাম

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
সেমিফাইনালের দর্শকাসনে থাকবেন বেকহাম

একদিন পরেই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গড়াবে ২০২৩ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। যেখানে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড।

ম্যাচটি দর্শকাসনে বসে দেখবেন ইংল্যান্ডের সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহাম।

ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়া টুডে' জানিয়েছে, ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে তিন দিনের সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক বেকহাম। সফরের অংশ হিসেবে ওয়াংখেড়েতে খেলা দেখতে যাবেন লিওনেল মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির অন্যতম মালিক। যেখানে তার সঙ্গে বসে খেলা দেখবেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার।  

এ বিশ্বকাপের সময়ই ওয়াংখেড়েতে উন্মোচিত হয়েছে শচীনের ভাস্কর্য। নিজের ঘরের মাঠে এবারের সেমিফাইনালের সময় হাজির থাকবেন শচীনও। আইসিসি ও ইউনিসেফের উদ্যোগে 'ক্রিকেট ফর গুড' কার্যক্রমের অংশ হিসেবে ম্যাচটি উপভোগ করবেন বেকহাম। ম্যাচের বিরতিতে শিশুদের সঙ্গেও সময় কাটাতে দেখা যাবে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকাকে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।