ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চাপ সামলাতে পারলেই বিশ্বকাপ জিতবে ভারত: রবি শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
চাপ সামলাতে পারলেই বিশ্বকাপ জিতবে ভারত: রবি শাস্ত্রী

ঘরের মাঠে বিশ্বকাপ জেতার একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে ভারত। মাত্র এক ধাপ পেরোলেই আরও একবার মিলবে সোনালি ট্রফির দেখা।

এবারের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিকরা। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের সেই ফাইনালের গ্যালারিতে থাকবে নীলের আধিক্য।  

বিপুল সংখ্যক দর্শক সেদিন মাঠে ভারতকে সমর্থন দিতে উপস্থিত থাকবেন। তবে এত দর্শক যেমন ভারতের জন্য আশির্বাদ, আবার চাপেরও। কারণ ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে বিশ্বকাপ জেতা। তবে প্রত্যাশার এই চাপ ঠিকমতো সামলাতে পারলেই বিশ্বকাপ জিতে যাবে ভারত, এমনটাই অভিমত দলটির সাবেক প্রধান কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর।  

ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের আগে দলটির কোচে ভূমিকায় ছিলে রবি শাস্ত্রী। ফলে এই দলটির নারী-নক্ষত্র তার জানা। সাবেক শিষ্যদের উদ্দেশে তিনি বলেন, 'ফাইনালে মাথা ঠাণ্ডা রাখতে হবে। পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। চাপটা ভালোভাবে সামাল দিতে পারলেই হবে। অতিরিক্ত উত্তেজিত হওয়া যাবে না। সবাই নিজ নিজ দায়িত্বটা জানে। তবে এই দল এখন এক-দুইজনের ওপর নির্ভরশীল নয়। ৮-১০ জন খেলোয়াড় নিয়মিত পারফর্ম করছে। এটা দারুণ ব্যাপার। '

লিগ পর্বের সবগুলো ম্যাচ জিতেই সেমিফাইনালে উঠেছিল ভারত। যেখানে তারা অনায়াসেই হারায় নিউজিল্যান্ডকে। এরপর ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যারা আবার লিগ পর্বের প্রথম দুই ম্যাচ হারার পর থেকে টানা জয়ের ধারায় রয়েছে। সর্বশেষ তারা সেমিতে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। তবে ফাইনালে ভারতকেই ফেভারিট মানছেন রবি শাস্ত্রী, 'ভারত বিশ্বকাপ জিতবে, ফাইনালে তারাই ফেভারিট। অসাধারণ ক্রিকেট খেলছে তারা। তারা অন্যকিছু না ভেবে এতদিন যেভাবে খেলেছে, সেভাবে খেললেই হবে। '

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।