ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বোলিং কোচ গুল-আজমল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
পাকিস্তানের বোলিং কোচ গুল-আজমল

বিশ্বকাপ ব্যর্থতার জেরে পুরো কোচিং স্টাফেই পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সামনেই অপেক্ষা করছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সফর।

এই সফরের জন্য হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ হাফিজকে। এবার পেস ও স্পিন  বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন দেশটির দুই সাবেক ক্রিকেটার উমর গুল ও সাইদ আজমল।

এর আগেও পাকিস্তানের পেস বোলিং কোচের দায়িত্ব সামলেছেন গুল। চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ পর্যন্ত ছিল তার মেয়াদ। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথম কোচিং ক্যারিয়ার শুরু করছেন আজম। পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে ৪৪৭ উইকেট নেওয়া এই স্পিনার এর আগে কোচ ছিলেন পিএসএলের ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেডের।  

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৪ ডিসেম্বর। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে তারা।

অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাম উল হক, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নোমান আলী, সায়েম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ, সাউদ  শাকিল, শাহিন আফ্রিদি।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।