ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

রাজশাহীর ক্রিকেটাররা ২৫ শতাংশ টাকা আজই পাচ্ছেন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
রাজশাহীর ক্রিকেটাররা ২৫ শতাংশ টাকা আজই পাচ্ছেন ছবি: সংগৃহীত

বিপিএলের বিতর্ক পিছু ছাড়ছে না কিছুতেই। এবারের আসরে অনেক নতুনত্বের কথা বলে আসছিলেন বিসিবির কর্মকর্তারা।

কিন্তু চট্টগ্রাম পর্বের শুরুতেই দেখা দেয় জটিলতা। দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা টাকা না পাওয়ায় অনুশীলন বয়কট করেন।  

এ নিয়ে নানা জলঘোলা হয়। বুধবার অনলাইন বৈঠকেও বসেন বিসিবি পরিচালকরা। বৃহস্পতিবার দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরব হোসেন অপি জানিয়েছেন, আজই টাকা পেয়ে যাবেন রাজশাহীর ক্রিকেটাররা। চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার আগেই চুক্তির অর্ধেক টাকা দেওয়া হবে বলেও জানান তিনি।  

অপি বলেন, ‘ক্রিকেটারদের পক্ষটা অবশ্যই আগে দেখব। তারা সবাই পেশাদার। পারিশ্রমিকের জন্যই কিন্তু তারা খেলে। বিপিএলই তাদের আয়ের বড় উৎস। টিম ম্যানেজমেন্ট থেকে আমাদের একটু বিলম্ব হয়েছে। আমাদের মালিক দেশে ছিলেন না। আমাদের ৩ তারিখে পারিশ্রমিক হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত মালিকের স্ত্রী মাঠেই বলের আঘাত পান। যে কারণে পারিশ্রমিক বিলম্বিত হয়ে যায়। ’

‘গতকাল পর্যন্ত আমাদের যে কথা হয়েছে, তিনি আশ্বস্ত করেছেন আজকের মধ্যে ২৫ শতাংশ পারিশ্রমিক হয়ে যাবে। পারিশ্রমিকটা হয়ে যাওয়া মাত্রই... ক্রিকেটারদের আয়ের উৎস যদি ভালো থাকে সেটার প্রতিফলন মাঠেও ঘটবে আমার বিশ্বাস। ইনশাআল্লাহ আমরা দেখতে আমাদের ক্রিকেটাররা ভালো খেলবে এবং পারিশ্রমিক নিয়ে হতাশ হবেন না। আগামীতে আমাদের পথচলাটা যেন সুন্দর হয়, সেভাবেই চেষ্টা করছি। ’

‘বিপিএল কিন্তু ক্রিকেটারদের আয়ের একটা বড় উৎস। সেই টাকা না পেলে মান-অভিমান অনেক কিছুই চলে আসে। সেখান থেকে মনে হয় ক্রিকেটাররা (অনুশীলন না করার) সিদ্ধান্তটি নিয়েছিল। তারপরেও আমরা তাদের বিশ্রাম নেওয়ার জন্যই বলেছি। পরের দিকে যা হয়েছে আমরাও চাইনি। তবে মালিকপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। আজকের মধ্যেই টাকা দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন। আজকে দুপুরের মধ্যেই আসবেন মালিক। বিকেলের আগেই পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে। ’

বুধবার ক্রিকেটাররা অনুশীলন বয়কট করলেও আজ চট্টগ্রামে অনুশীলন করেছেন তারা। ক্রিকেটারদের স্বস্তিতে রাখার চেষ্টা ম্যানেজম্যান্টের পক্ষ থেকে করা হবে বলে জানান রাজশাহীর ম্যানেজার। তার বিশ্বাস, মানসিকভাবে এখন আশ্বস্ত ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা।  

তিনি বলেন, ‘আমার মনে হয় গতকাল রাতের পর থেকে ক্রিকেটাররা আশ্বস্ত হয়েছে এবং মানসিকভাবেও তারা ভালো অবস্থায় আছে। পেশাদারদের ক্ষেত্রে পারিশ্রমিকের অর্থটা যখনই পকেটে চলে আসে, ভালো খেলার জিনিসগুলো কিন্তু জেগে ওঠে। সেক্ষেত্রে তারা সবাই ফুরফুরে মেজাজে আছে। ভালোভাবে অনুশীলন করছে। ’

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।