ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড ক্রিকেট দল এখন সিলেটে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
নিউজিল্যান্ড ক্রিকেট দল এখন সিলেটে

সিলেট: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে সিলেট এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বুধবার (২২ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তারা।

 

এসময় বিমানবন্দরে নিউজিল্যান্ড দলকে ফুল দিয়ে বরণ করে নেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম। বিমানবন্দর থেকে নিউজিল্যান্ড ক্রিকেট দলকে গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে নিয়ে যাওয়া হয়।  

ম্যাচের আগে দু’দিন তারা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এ অনুশীলন করবে। এরপর একদিন বিশ্রাম নিয়ে পরের দুই দিন আবার অনুশীলন করে আগামী ২৮ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে।

এদিকে ২৩ নভেম্বর থেকে বাংলাদেশ দলের অনুশীলন রাখা হয়েছে। আজ রাতের মধ্যেই তারা সিলেটে আসতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘন্টা, নভেম্বর ২২, ২০২৩
এনইউ/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।