ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফর করবে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফর করবে আফগানিস্তান

বিশ্বকাপে ছন্দে ছিল আফগানিস্তান। গ্রুপপর্বে চার ম্যাচ জিতে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে তারা।

যে কারণে সুখবর পেল দলটি। ভারতের বিপক্ষে প্রথমবার কোনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে রশিদ খানের দল।  

ভারত সফরের বিষয়টি নিশ্চিত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বোর্ড জানায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী বছরের শুরুতে ভারত সফরে আসবে আফগানিস্তান। যেখানে ১১ জানুয়ারি হবে প্রথম ম্যাচ। মোহালিতে সেই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৪ জানুয়ারি ইন্দোরে মুখোমুখি হবে দুই দল। শেষ ম্যাচে ১৭ জানুয়ারী ব্যাঙ্গালোরোতে মুখোমুখি হবে তারা।

দ্বিপাক্ষিক সিরিজে খেলার আগ পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ১০ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-আফগানিস্তান। একটি টেস্ট ম্যাচ ছাড়া বাকি ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আইসিসি ও এসিসির ইভেন্টে দেখা হয়েছিল দু’দলের।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।