ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

স্টোকসের পর রুটও খেলবেন না আইপিএল 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
স্টোকসের পর রুটও খেলবেন না আইপিএল 

ইনজুরির কারণে আইপিএলের আগামী আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বেন স্টোকস। এবার একই পথ ধরলেন তার স্বদেশি জো রুট।

আইপিএলের আগামী আসরে খেলবেন না তিনিও। এমনটাই জানিয়েছে তার ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস।

এক বিবৃতিতে রাজস্থান রয়্যালসের ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারা বলেন,  ‘খেলোয়াড় ধরে রাখার আলোচনা করার সময়ে জো (রুট) আগামী আইপিএলে না খেলার কথা আমাদের জানিয়েছে। খুবই অল্প সময়ে জো ফ্র্যাঞ্চাইজি ও তার আশপাশের খেলোয়াড়দের ওপর ইতিবাচক প্রভাব রাখতে পেরেছে। দলে যে অভিজ্ঞতা জো নিয়ে এসেছিল, সেটা মিস করব। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই। ’

বিবৃতিতে রাজস্থান আরও জানায়, '৩২ বছর বয়সী রুট প্রচুর গভীরতা ও অভিজ্ঞতা নিয়ে এসেছিলেন। যা ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, যশস্বী জসওয়ালের মতো দলের অনেক তরুণ খেলোয়াড়ের জন্য শেখার অভিজ্ঞতায় কাজে দিয়েছে। '

গত বছর ভিত্তিমূল্য এক কোটি রুপি দিয়ে রুটকে কিনে নেয় রাজস্থান। যদিও মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পান ডানহাতি এই ব্যাটার। তাতে ব্যাটিং করার সুযোগ পান মাত্র একটিতে।  

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।