ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

গুজরাট ছেড়ে মুম্বাইয়ে হার্দিক পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
গুজরাট ছেড়ে মুম্বাইয়ে হার্দিক পান্ডিয়া

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরছেন হার্দিক পান্ডিয়া। যদিও আজ গুজরাটের ধরে রাখা তালিকায় তার নাম দেখা যায়, তবে ভারতের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, হার্দিককে দলে নিয়েছে মুম্বাই।

আইপিএলের পরবর্তী আসরের নিলাম অনুষ্ঠিত হবে দুবাইয়ে, আগামী ১৯ ডিসেম্বর। এর আগে ২৬ নভেম্বরের মধ্যে সবগুলো ফ্যাঞ্চাইজিকে তাদের খেলোয়াড়ের পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে বলেছে আইপিএল কতৃপক্ষ। যে কারণে আজ ফ্রাঞ্চাইজিগুলো তালিকা জমা দেয়। যেখানে গুজরাটের ধরে রাখা প্লেয়ার লিস্টে হার্দিকের নাম দেখা যায়। তাকে অধিনায়ক হিসেবেই রাখা হয়েছে।  

তালিকায় নাম থাকলেও ট্রেডিংয়ে এখনও দল বদলের সুযোগ আছে। আগামী ১২ ডিসেম্বর এই নিয়মের মাধ্যমে ফ্যাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের দলে ভেড়াতে পারবে। সেই সুযোগই কাজে লাগিয়েছে মুম্বাই। এই নিয়মেই হার্দিককে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, নগদ অর্থের বিনিময়ে হার্দিককে দলে ভিড়িয়েছে মুম্বাই। যে কারণে বেশ কয়েকজন কিক্রেটারকে ছেড়েও দিয়েছে ফ্রাঞ্চাইজিটি।  

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।