ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের পর সব সিদ্ধান্ত নেবেন পাপন

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
বিপিএলের পর সব সিদ্ধান্ত নেবেন পাপন

তামিম ইকবালের অবসর নাটকীয়তার পর বিশ্বকাপ দলে জায়গা নিয়েও হয়েছে নানা আলোচনা-সমালোচনা। এরপর নিউজিল্যান্ড সিরিজ থেকেও নিজের নাম সরিয়ে নিয়েছেন তামিম।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু চাইলেও জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে খেলেননি তিনি।

তাহলে তামিম ইকবালের ভবিষ্যৎ কী? এ নিয়ে জানাতে রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তার বাসায় বৈঠকে বসেন তামিম। এরপর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন পাপন। যদিও তামিমের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। বিপিএলের পর সব সিদ্ধান্ত নেবেন বলে জানান বিসিবি সভাপতি।

পাপন বলেন, ‘তামিম দুই-তিন আগে থেকেই বলছিল যে ও আসবে। এর আগে শেষ ওর সঙ্গে যখন কথা হয়েছিল, ও বলেছিল আপনি নাকি কিছু জানেন না আপনাকে আমি অনেক কিছু বলতে চাই। আমি বললাম ঠিক আছে। আজকে যে ও সব বলে গেছে তা না। কারণ সময় খুব অল্প। ’

‘আমি ওকে ওই কথাই বলেছি যেটা আমি আপনাদেরকে অনেক আগে বলেছি। এবার আমি বোর্ডে আসতে চাইনি, অনেকেই বলে কেন, চাপ আছে কি না। আমি তখন বলেছি যে না। দুটো কারণ- একটা হচ্ছে আমার সময় নাই, দ্বিতীয়টা হচ্ছে যে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটা মানুষ পছন্দ করবে না। ওখানেই কিন্তু ইঙ্গিতটা ছিল। ’

তামিমের ভবিষ্যৎ নিয়ে পাপন বলেন, ‘তামিম কিছু কথা বললো। এমন একটা সময় বলেছে যখন আমার হাতে একদম সময় নেই। এক মাস পর নির্বাচন আমার। আমি ওকে বলেছি নির্বাচন থেকে এলেই যে সব সমস্যা জানতো তা তো না। আমি কারো কথায় কিছু করবো না। আগে আমার নিজের জানতে হবে সমস্যাটা কোথায়। ’

‘আমি গভীরে ঢুকতে চাই। সবার সঙ্গে কথা বলবো, নিজের সিদ্ধান্তটা নেবো। ওর সঙ্গে কথা হয়েছে, যা-ই সিদ্ধান্ত নিই বিপিএলের পর হবে। নির্বাচনের পর বিপিএলটা শুরু হলে সব খেলোয়াড়, কোচিং স্টাফদের পাবো। সবার সঙ্গে একসঙ্গে যেটা ক্রিকেটের জন্য ভালো হয় সেই সিদ্ধান্ত নেবো। ’ 

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।