ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

গুজরাট টাইটান্সের নেতৃত্ব পেলেন শুভমান গিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
গুজরাট টাইটান্সের নেতৃত্ব পেলেন শুভমান গিল

গতকালই খবর আসে গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। ২০২২ ও ২০২৩ আসরে গুজরাটের অধিনায়ক থাকা এই ক্রিকেটারের বদলি কে হবেন এ নিয়ে ছিল অনিশ্চয়তা।

এবার সেটি নিশ্চিত করলো গুজরাট। পরবর্তী আসর থেকে দলটির অধিনায়ক থাকবেন শুভমান গিল।  

নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত গিল এক বিবৃতিতে বলেন, ‘গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব পেয়ে আমি খুবই আনন্দিত ও গর্ববোধ করছি। ধন্যবাদ ফ্রাঞ্চাইজিকে আমার উপর বিশ্বাস রেখে দারুণ এই দলের নেতৃত্বের ভার দেওয়ার জন্য। আমাদের একসঙ্গে দুইটি দারুণ আসর কেটেছে। আগামী আসরে নেতৃত্ব দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি। ’

২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল শুরু করেন গিল। ২০২২ আসরে তাকে ছেড়ে দেয় দলটি। সেবার নতুন দল হিসেবে তিনজন ক্রিকেটার সরাসরি চুক্তি করার অনুমতি পায় গুজরাট। সেই সুযোগে গিলকে ৭ কোটি রুপি এবং পান্ডিয়া ও রশিদ খানকে ১৫ কোটি করে রুপিতে দলে ভেড়ায় ফ্রাঞ্চাইজিটি।  

গুজরাটের হয়ে অভিষেক আসরে গিল ১৬ ম্যাচ খেলে করেন ৪৮৩ রান। ফাইনালে তার অপরাজিত ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে ২০২২ সালে রাজস্থান রয়্যালসকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে তারা। ২০২৩ আসরে গিল ছিলেন আইপিএলের সর্বোচ্চ রান স্কোরার। ১৭ ম্যাচে তিন সেঞ্চুরিতে তিনি করেন ৮৯০ রান। যদিও ফাইনালে তার দল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেরে রানার্স-আপ হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।