ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

এক সেশনে দুই উইকেট নিতে পারলো বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এক সেশনে দুই উইকেট নিতে পারলো বাংলাদেশ

সিলেট থেকে: একটা উইকেটই বাকি ছিল বাংলাদেশের, সেটি নিতে নিউজিল্যান্ডের দরকার হলো কেবল একটিই বল। টিম সাউদির বলে শরিফুল এলবিডব্লিউ হতেই অলআউট হলো স্বাগতিকরা।

এরপর ব্যাটিংয়ে নামা কিউইদের দুই উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশ।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ৯ উইকেট হারিয়ে ৩১০ রান নিয়ে দ্বিতীয় দিনে নামে মাঠে নামা বাংলাদেশ এক রানও যোগ করতে পারেনি আর।

পরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিংয়ের শুরুটা করেন শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। এক পেসার নিয়ে খেলতে নামা বাংলাদেশ এই জুটিতে উইকেট পায়নি। বোলিং বদলাতেই বদলে যায় ভাগ্যও।

প্রথম উইকেটটা পান তাইজুল ইসলাম। ১৩তম ওভারে বোলিংয়ে এসে প্রথমে একটি এলবিডব্লিউয়ের জোরালো আবেদন হয়। ওই ওভারেই তাকে সুইপ করতে গেলে ব্যাটের আগায় লেগে ক্যাচ যায় ফাইন লেগে দাঁড়ানো নাঈম হাসানের হাতে। ৪৪ বলে ২১ রান করেন তিনি।  

তারপর দ্বিতীয় উইকেটটিও বাংলাদেশের জন্য আসে দ্রুতই। শরিফুলকে সরালেও আরেক প্রান্তে চালিয়ে যাওয়া মিরাজ এবার উইকেট নেন। ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে সিলি পয়েন্টে শাহাদাৎ হোসেন দীপুর দুর্দান্ত ক্যাচ হয়ে ৪০ বলে ১২ রান করে ফেরেন ডেভন কনওয়ে।  

এরপর থেকে জুটি বেধেছেন উইলিয়ামসন ও হেনরি নিকলস। ৩৫ বলে ২৬ রান করে উইলিয়ামসন ও ২৫ বলে ১১ রান করে লাঞ্চে গেছেন নিকলস।  

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।