ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্রাবিড়ের সঙ্গে চুক্তি নবায়ন করলো ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
দ্রাবিড়ের সঙ্গে চুক্তি নবায়ন করলো ভারত

দারুণ পথচলার পর বিশ্বকাপের ফাইনালে এসে হোঁচট খেল ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই হারের পর বিসিসিআই ছাড়ার গুঞ্জন উঠেছিলো দলটির হেড কোচ রাহুল দ্রাবিড়ের।

এবার সেটি উড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দ্রাবিড়ের পাশাপাশি সাপোর্ট স্টাফদের সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে তারা।  

এক বিবৃতিতে আজ বিসিসিআই জানায়, ‘প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা করছে বিসিসিআই। সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বকাপ শেষে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বিসিসিআই রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করে এবং সর্বসম্মতভাবে চুক্তির মেয়াদকে আরও এগিয়ে নিতে সম্মত হয়েছে। ’

রবি শাস্ত্রী ভারতের হেড কোচ থেকে সরে যাওয়ার পর ২০২১ সালে তার স্থলাভিষিক্ত হন দ্রাবিড়। তার চুক্তির মেয়াদ ছিল সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। এর আগে দ্রাবিড়ের অধীনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলেছে ভারত। শুধুমাত্র এশিয়া কাপের শিরোপাই জিতেছে। দ্রাবিড়ের কোচিংয়েই তিন ফরম্যাটের ক্রিকেটে র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠেছে ভারত।

চুক্তি নবায়নের পর ধন্যবাদ জানিয়ে দ্রাবিড় বলেন, ‘আমার উপর আস্থা রাখার জন্য, আমার দৃষ্টিভঙ্গিকে সমর্থন করার জন্য এবং এই সময়ে সমর্থন দেওয়ার জন্য আমি বিসিসিআই এবং এর কর্তাদের ধন্যবাদ জানাই। ’

এদিকে চুক্তি বাড়ানো হলেও তা কবে নাগাদ পর্যন্ত সেটি জানানো হয়নি এখনও। যদিও ভারতীয় গণমাধ্যমগুলো বলছে ২০২৪ সালের জুনে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন দ্রাবিড়।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।