ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশে অনেক কিছু শিখেছেন হেরাথ

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
বাংলাদেশে অনেক কিছু শিখেছেন হেরাথ

তার যাত্রা শুরু হয়েছিল আরও দু বছর আগে। এখন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্কের ইতি ঘটছে রঙ্গনা হেরাথের।

৩০ নভেম্বর চুক্তি শেষ হচ্ছে। সিলেট টেস্টই হতে যাচ্ছে এই ফরম্যাটে স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশে তার শেষ।  

এ সময়ের অভিজ্ঞতায় অনেক কিছু শিখেছেন বলে জানালেন তিনি। বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কোচ হিসেবে অনেক কিছু শেখার ছিল। একইভাবে আমি আমার অভিজ্ঞতা ছেলেদের সঙ্গে ভাগাভাগি করেছি। প্রতিটি দিনই শেখার। আশা করছি তারা আমার কাছ থেকে কিছু না কিছু নিয়ে এর চর্চা করবে। ’ 

বাংলাদেশ বরাবরই স্পিনারদের জন্য স্বর্গভূমি। কিন্তু গত কয়েক বছরে প্রেক্ষাপট অনেকটাই বদলেছে। পেসারদের গুরুত্ব বাড়ায় কিছুটা হলেও আড়ালে চলে গেছেন স্পিনাররা। দলের কম্বিনেশনের জন্যই এমন হচ্ছে বলে জানালেন তিনি।  

হেরাথ বলেন, ‘ক্রিকেট দলীয় খেলা। তাই কম্বিনেশন, ব্যালেন্স জরুরি। আমাদের দারুণ পেস বোলিং অ্যাটাক আছে। স্পিনাররা কীভাবে ভূমিকা রাখছে সেদিকেও নজর রাখতে হয়। পুরোটাই বোঝাপড়া আর সচেতনতার ব্যাপার। ’ 

‘কম্বিনেশন নিয়ে অনেকেই চিন্তিত। একটা কম্বিনেশন হতে পারে এক পেসার অথবা এক স্পিনার। যেটাই হোক আমাদের লড়াই করতে হবে। ’

বাংলাদেশের ক্রিকেটকে মিস করবেন কি না এমন প্রশ্নের জবাবে হেরাথ বলেন, ‘আমি ছেলেদের সঙ্গে অনেক দিন কাজ করেছি। আসল ব্যাপার হলো নিজের দায়িত্ব বুঝতে পারা, নিজের শক্তির জায়গা বুঝতে পারা। সেটা বুঝতে পারলেই নতুন কোচের অধীনে ছেলেরা ভালো করবে। ’

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।