ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

৫ রানের পেনাল্টির কথা আম্পায়ারকে জানিয়েছে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
৫ রানের পেনাল্টির কথা আম্পায়ারকে জানিয়েছে বাংলাদেশ গ্লেন ফিলিপস

সিলেট থেকে : কাইল জেমিসন সংবাদ সম্মেলনে আসতে আসতেই জানতে পেরেছেন ঘটনাটা। মুমিনুল হক শুরুতে বললেন, ‘এটা বড় ঘটনা নয়...।

’ পরে তাকে যখন জানানো হলো, পাঁচ রান পেনাল্টির কথা। তখন তিনি বললেন, ‘ওহ! তাহলে বড় ইস্যু!’ 

ঘটনাটি ঘটেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় দিনে। ৩৪তম ওভারের প্রথম বলে। বলে মুখের লালা ব্যবহার করেন গ্লেন ফিলিপস। টিভি ক্যামেরাতেও স্পষ্ট দেখা গেছে ওই ঘটনা। এমন কাজ করলে গত বছর যুক্ত হওয়া নিয়ম অনুযায়ী পাঁচ রানের পেনাল্টি পাওয়ার কথা বাংলাদেশের।  

কিন্তু তখন আম্পায়াররা দেননি সেটি। বিষয়টি নজর এড়িয়ে যায় তাদের। তবে এ ঘটনা চতুর্থ আম্পায়ারকে জানানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন দলের ম্যানেজার নাফিস ইকবাল।  

ক্রিকেটের আইনের ৪১.৩ ধারায় বলা হয়েছে, ‘কোভিড-১৯ মহামারীর পর যখন ক্রিকেট শুরু হয়েছে, তখন এই খেলার শর্তগুলোর মধ্যে লিখিতভাবে উল্লেখ করা হয়েছিল বলে লালা ব্যবহার করা যাবে না। ’

‘এমসিসির (ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা) গবেষণায় দেখা গেছে যে, বোলাররা যে পরিমাণ সুইং পান, সেটার ওপর লালার প্রভাব সামান্য বা কোনো প্রভাব নেই। খেলোয়াড়রা বল চকচকে করার জন্য যে ঘাম ব্যবহার করেন, সেক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। নতুন আইন অনুসারে, বলের ওপর লালা ব্যবহারের অনুমতি আর নেই। ’

ফিলিপসের ওই ঘটনা দেখেনইনি তার সতীর্থ কাইল জেমিসন। দিনের শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘৩৫ সেকেন্ড আগেই (সংবাদ সম্মেলনে এসে) আমি শুনতে পারলাম। তাই আমার কোনো ধারণা নেই কী, কখন হয়েছে অথবা কী দেখা গেছে। ’

বাংলাদেশ সময় : ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।