ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

শান্তদের সঙ্গে ‘ডিনার’ করবেন বিসিবি সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
শান্তদের সঙ্গে ‘ডিনার’ করবেন বিসিবি সভাপতি

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। বিশ্বকাপ ব্যর্থতার পর এমন জয় দলে ফিরিয়ে এনেছে চনমনে ভাব।

তবে আর দুদিন বাদেই সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য লড়তে হবে। তার আগে আজ নাজমুল হোসেন শান্তদের সঙ্গে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ডিনার করবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সিলেটে টেস্ট জেতার পর বিসিবি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান্ড জালাল ইউনুস জানিয়েছিলেন ক্রিকেটারদের সঙ্গে একটি ডিনার পার্টি করবেন বোর্ড সভাপতি। তবে আজ বাংলানিউজকে জালাল ইউনুস বলেন, ‘এটা কোনো পার্টি বা এমন কিছু না। প্রতি সিরিজ বা ম্যাচের আগেই বোর্ড সভাপতি খেলোয়াড়দের সঙ্গে বসেন। ওরকমই। বসা মানে তেমন কোনো এজেন্ডা নিয়ে বসা না। ’

আগামী বুধবার ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে ১৫০ রানের জয়ের পর বাংলাদেশের চোখ এখন সিরিজ জয়ের দিকে।

বাংলাদেশ সময় : ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৩
এমএইচবি/এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।