ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জিতলে অনেক বড় বোনাস পাবে: পাপন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
সিরিজ জিতলে অনেক বড় বোনাস পাবে: পাপন

দেশের ক্রিকেট যাচ্ছিল বেশ দুর্দিনের ভেতরই। বিশ্বকাপ পারফরম্যান্সের হতাশা ছিল।

চারদিকে এর কারণ অনুসন্ধানে আলোচনা-সমালোচনাও কম নেই। এর মধ্যে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বের দল কিছুটা আলোচনার বাইরে থেকেই নিউজিল্যান্ডকে টেস্ট হারিয়ে দিয়েছে।  

সিলেটে ১৫০ রানের ওই জয় টেস্ট ক্রিকেটে বেশ বড় জয় বাংলাদেশের জন্য। এরপর থেকে কিছুটা উচ্ছ্বাসও ফিরেছে দেশের ক্রিকেটে। ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত অবশ্য আগেই জানিয়েছিলেন, এখনও কেবল অর্ধেক কাজ হয়েছে। বুধবার থেকে মিরপুরে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট।

এর আগে সোমবার রাতে ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে টিম হোটেলে গিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এমনিতে তিনি প্রতি সিরিজেই নিয়মিত ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন। এদিন হোটেল থেকে বের হওয়ার পর ক্রিকেটাররা তার কাছে বোনাস চেয়েছেন কি না এমন প্রশ্ন করা হয়।

উত্তরে পাপন বলেন, ‘বোনাসের কথা বলে নাই, ওরা শুনতে চেয়েছিল। একদম আসার সময় একজন বলেছিল, আমি বলেছি ওটা তো সিরিজ জিতলে পাবে। সিরিজ জিতলে অনেক বড় পাবে, এটাতে কোনো সন্দেহ নাই। ’ 

‘এখানে সিরিজটা প্রথম ম্যাচ সিলেটে হয়েছে যেখানের উইকেটটা ভালো ছিল। এখানে আমাদের কিউরেটরের দায়িত্বে কে ছিল আপনারা জানেন, দুনিয়ার অন্যতম সেরা সে। ওখানে ব্যাটারদের জন্য ছিল, স্পিনারদের জন্য ছিল, পেসারদের জন্যও ছিল, বাউন্সও ছিল, সবেই ছিল। এরকম সাধারণত আমরা দেখি নাই। এর আগে কিন্তু এরকম উইকেট দেখিনি, এটা স্বীকার করতেই হবে। ’

দ্বিতীয় টেস্টটি মিরপুরে হওয়াতে বেশি আশাবাদী পাপন। তিনি বলেন, ‘পরেরটা (ম্যাচ) হচ্ছে মিরপুর। মিরপুরের উইকেটের মতো আনপ্রেডিক্টেবল উইকেট তো আর নাই। তো স্বাভাবিকভাবেই দুটো অপশন সিরিজ জেতার জন্য, একটা হচ্ছে খেলে জেতা আরেকটা হচ্ছে ড্র। ওটাই বললাম এখানে মিরপুরে ড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। ’

বাংলাদেশ সময় : ২১৫৯ ঘণ্টা, ৪ ডিসেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।