ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

নাঈমের আঙুলে রক্ত, এখন কী অবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
নাঈমের আঙুলে রক্ত, এখন কী অবস্থা

সিলেট টেস্ট দিয়ে দেড় বছর পর ফিরেছেন জাতীয় দলে। দারুণ বোলিংও করেছেন নাঈম হাসান।

মিরপুরে বুধবার থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট। এ ম্যাচে বাংলাদেশের সামনে থাকছে সিরিজ জয়ের হাতছানি।

এর আগে বাংলাদেশের জন্য অস্বস্তিই হয়ে এসেছে নাঈম হাসানের আঙুলে চোট। মঙ্গলবার অনুশীলনে ব্যাটিং করার সময় আঙুলে আঘাত পান তিনি। তখন তার তর্জনী থেকে রক্তও পড়তে দেখা যায়। এরপর এদিন আর অনুশীলন করেননি।  

তার আঙুলের কী অবস্থা জানতে চাইলে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ফিজিও ছুটিতে আছে। কিন্তু যদি আঙুলে সেলাই দরকার হতো বা জরুরি কিছু; তাহলে তো আমাদের জানাতো। যেহেতু জানায়নি, তাই মনে হয় তেমন কিছু হয়নি। ’

সিলেটে প্রথম ইনিংসে একটি ও পরেরটিতে দুটি উইকেট নেন নাঈম হাসান। তবে উইকেটের বাইরেও প্রতিপক্ষের জন্য চাপ তৈরি করেন তিনি। মিরপুর টেস্টের আগে তাই হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছ থেকেও প্রশংসা জুটেছে নাঈমের।

তিনি বলেন, ‘সে এনসিএলের সর্বোচ্চ উইকেট শিকারি ছিল। সে আত্মবিশ্বাসী এখন, ভালো ছন্দে বোলিংও করছে । ম্যাচে আমরা তা দেখেছি। সে তার ভূমিকা নিখুঁতভাবে পালন করেছে। বিভিন্ন সময়ে সে রক্ষণাত্মক বোলার ছিল, কখনো কখনো সে আক্রমণও করেছে। সে ব্যাটারদের মনে অনেক সন্দেহ তৈরি করেছিল। কেইন উইলিয়ামসনকে সে ভুগিয়েছে, তার ফলটাও পেয়ে যাচ্ছিল। তাকে নিয়ে আমি বেশ সন্তুষ্ট। ’

বাংলাদেশ সময় : ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।