ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

চিকিৎসক ছাড়াই অস্ট্রেলিয়ায় পাকিস্তান দল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
চিকিৎসক ছাড়াই অস্ট্রেলিয়ায় পাকিস্তান দল

২০২৩ বিশ্বকাপের মাঝেই একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে পাকিস্তান দল। এরপর বিশ্বকাপ ব্যর্থতার পর দল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) একাধিক পালাবদলের ঘটনাও ঘটেছে।

কিন্তু বিতর্ক তাদের পিছু ছাড়ছে না। এবার চিকিৎসক ছাড়াই অস্ট্রেলিয়া সফরে গিয়ে নতুন করে আলোচনার জন্ম দিল তারা।

পিসিবির বিশ্বস্ত সূত্রে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভিসা এবং পাসপোর্ট সংক্রান্ত ঝামেলার কারণে অস্ট্রেলিয়া সফরে চিকিৎসক ছাড়াই গেছেন বাবর-রিজওয়ানরা। এছাড়া পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল সংযুক্ত আরব আমিরাত সফরে গেছে টিম ম্যানেজার ছাড়াই।

সোহেল সালিম নামের একজন চিকিৎসকের পাকিস্তান দলের সঙ্গে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। পিসিবি সূত্র জানিয়েছে, ডা. সালিমের জন্য ভিসার ব্যবস্থা করার চেষ্টা করছে বোর্ড। এছাড়া অস্ট্রেলিয়া সফরের পাকিস্তান স্কোয়াডে থাকা অফ স্পিনার সাজিদ খানেরও ভিসা জটিলতার মুখে পড়তে হয়েছে।  

এদিকে এশিয়া কাপের জন্য টিম ম্যানেজার হিসেবে পাকিস্তানের জুনিয়র দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল সাবেক টেস্ট ব্যাটার শোয়েব মুহাম্মদের। জানা গেছে, শোয়েবের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। এমন অব্যাবস্থাপনার জন্য পাকিস্তানের সমর্থকরা সামাজিক যোগাযোগের মাধ্যমে বোর্ডকে ধুয়ে দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।