ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: পাকিস্তানের কাছে পাত্তাই পেল না ভারত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: পাকিস্তানের কাছে পাত্তাই পেল না ভারত

আগে ব্যাট করে মাঝারি সংগ্রহ গড়েছিল ভারতের অনূর্ধ্ব-১৯ দল। সেই পক্ষ্য সহজেই পেরিয়ে গেল পাকিস্তানের যুবারা।

এশিয়া কাপের গ্রুপ 'এ'-এর ম্যাচে আজ ভারতকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ৫০ ওভারে ভারত ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৫৯ রান। ব্যাট হাতে সর্বোচ্চ ৬২ রান করেন ওপেনার আদর্শ সিং। এছাড়া অধিনায়ক উদিয় সাহারান ৬০ এবং মিডল অর্ডার ব্যাটার শচীন দাস করেন ৫৮ রান।

বল হাতে পাকিস্তানের মোহাম্মদ জিসান একাই তুলে নেন ৪ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন আমির হাসান ও উবাইদ শাহ।

জবাব দিতে নেমে পঞ্চম ওভারেই ওপেনার শামিল হুসেনের (৮) উইকেট হারায় পাকিস্তান। তবে এরপর আজান আওয়াইসের সেঞ্চুরিতে সহজ জয় পায় তারা। আরেক ওপেনার শাহজাইব খান ৬৩ রান করে বিদায় নিলেও বাকি পথ সাদ বেগকে নিয়ে অনায়াসে পাড়ি দেন আজান। এর মধ্যে আজান ১০৫ রান এবং অধিনায়ক সাদ ৬৮ রানে অপরাজিত থাকেন।

বল হাতে ভারতের মুরুগান অভিষেক একাই ২টি উইকেট নেন।

দুই ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রইলো পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।