ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

পুরো সময়ই জাতীয় দলকে দিতে চান, আরও অনেকদিন খেলার ইচ্ছে সাকিবের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
পুরো সময়ই জাতীয় দলকে দিতে চান, আরও অনেকদিন খেলার ইচ্ছে সাকিবের

বিশ্বকাপের শেষ ম্যাচে চোট পেয়ে খেলা হয়নি। বাজে এক টুর্নামেন্ট কাটানোর পর আর মাঠেও ফেরা হয়নি সাকিব আল হাসানের।

তাকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছেন ক্রিকেটাররা।  

কিন্তু সাকিব এখনও মাঠের বাইরে। তার অনুপুস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তবে তিন ফরম্যাটেই এখনও জাতীয় দলের অধিনায়ক সাকিব। তার ক্রিকেটে ফেরা হবে কবে? এর মধ্যে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় এই কৌতূহল আরও বেড়েছে।  

মাঠে ফেরার সময় এবার সাকিব নিজেই নিশ্চিত করেছেন। আরও অনেকদিন ক্রিকেট খেলতে চান বলে জানিয়েছেন তিনি। বিশ্বকাপে আঙুলে পাওয়া চোট সেরে উঠতে দুই সপ্তাহ বেশি সময় লাগছে। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএল থেকে মাঠে ফিরতে চান সাকিব। রোববার যুক্তরাষ্ট্রে রিভারটেল টেলিকমের একটি অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

সাকিব বলেন, ‘আশা ছিল নিউজিল্যান্ডে অন্তত ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে যাবো। এখন মাত্র দল যাচ্ছে। আমি পরিকল্পনা করেছিলাম ওরকম। কারণ আমার ধারণা ছিল চার সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবো। কিন্তু আমি গত দুই দিন আগেও এখানে ডাক্তার দেখিয়েছি। সে বলেছে যে আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে। তারপর আস্তে আস্তে রিহ্যাব শুরু করতে। ’

আসন্ন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা রয়েছে সাকিবের। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্ট। এর আগে জাতীয় নির্বাচনে ৭ জানুয়ারি, আপাতত এটিকে কেন্দ্র করে থাকবে সাকিবের ব্যস্ততা। পরে তিনি খেলায় ফিরতে চান বিপিএলের শুরু থেকেই।  

সাকিব বলেন, ‘যতটুকু সময় লাগার কথা, তার চেয়ে বেশি লাগছে। ছয় সপ্তাহের মতো লাগবে (সুস্থ হতে)। তারপরে যেটা অপশন আছে আমার রিহ্যাব করা এরপর ফিটনেস আসতে আসতে বিপিএলের আগে আসলে আমি খুব বেশি একটা অপশন দেখছি না। যেহেতু এই সময়ে নির্বাচনও আছে, এদিকটা নিয়ে আমি ব্যস্ত থাকবো। স্বাভাবিকভাবেই বিপিএল থেকে খেলাটা আবার শুরু হবে বলে আমি মনে করি। বিপিএলের প্রথম থেকে খুব ভালোভাবে ফিট হয়ে খেলতে পারবো। ’

জাতীয় দলে কতদিন খেলতে চান এই প্রসঙ্গেও কথা বলেছেন সাকিব। এর আগে একবার জানিয়েছিলেন, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি খেলতে চান। এখন জানালেন, জাতীয় দলে মনোযোগ দিতেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ততা কমাচ্ছেন।

সাকিব বলেন, ‘তিন ফরম্যাটেই খেলছি এখনও। আশা করবো যেন আরও চালিয়ে যেতে পারি। ভবিষ্যৎ তো কেউ জানে না যে কখন কোনটা কী হতে পারে। কিন্তু এখন অবধি ইচ্ছে আছে আরও বেশ অনেকদিন ক্রিকেট খেলে যাওয়া। ’ 

‘আইপিএলে নামও দেইনি। স্বাভাবিকভাবে এটা একটা উইন্ডো (সময়) খোলা হবে আমার জন্য। পিএসএলে আমার ম্যানেজার যখন নাম দিয়েছিল, তখন আমি তাকে বলেছি নামটা সরিয়ে নিতে। পিএসএলেও আমার নাম নেই। পরিকল্পনা থাকবে পুরো সময়টাই যেন জাতীয় দলে দিতে পারি। আগে যে ফ্যাঞ্চাইজি যে টুর্নামেন্টগুলোতে খেলতাম হয়তো এগুলো আমি সেক্রিফাইস করবো। ’

বাংলাদেশ সময় : ২০৫১ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।