ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা নিউজিল্যান্ড একাদশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা নিউজিল্যান্ড একাদশের

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ। তার আগে আগামী বৃহস্পতিবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

সেই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড একাদশ। যেখানে প্রাধান্য দেওয়া হয়েছে তরুণদের।

ওয়ানডে সিরিজের দলে থাকা কেউই খেলবেন না এই প্রস্তুতি ম্যাচে। ১২ সদস্যের দলে অধিনায়ক করা হয়েছে নর্দান ডিস্ট্রিক্টের ব্যাটার ভরত পপলিকে। বেশিরভাগ ক্রিকেটারই নিউজিল্যান্ডের ডেভেলপম্যান্ট স্কোয়াড থেকে উঠে এসেছেন। ঘরোয়া ক্রিকেটে এখনো অভিষেকই হয়নি এমন ২ ক্রিকেটারকে রাখা হয়েছে। লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

নিউজিল্যান্ড ক্রিকেটের নির্বাচক স্যাম ওয়েলস বলেন, ‘অভিজ্ঞ ভরতের নেতৃত্বে এতগুলো তরুণ খেলোয়াড়কে এই ধরনের প্লেয়িং কন্ডিশনে আনতে পেরে ভালো লাগছে। আন্তর্জাতিক একটা দলের সঙ্গে আপনি প্রতিদিন খেলার সুযোগ পাবেন না এবং আগামী বৃহস্পতিবার নিজেদের পরখ করে দেখা নিয়ে খেলোয়াড়েরা রোমাঞ্চ অনুভব করছে। ’

প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষণা করা নিউজিল্যান্ড একাদশ : ভারত পোপলি, জ্যাকব ভুলা, জ্যাকব কামিং, জো ফিল্ড, জেমস হার্টশর্ন, জ্যারড ম্যাককে, সন্দীপ প্যাটেল, নিকিথ পেরেরা, বেন পোমারে, সম্রাট সিং, কুইন সানডে এবং জামাল টড।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।