ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা সফরে নেই শামি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
দক্ষিণ আফ্রিকা সফরে নেই শামি

ইনজুরির কারণে দোটানায় ছিলেন কিছুটা। শেষ পর্যন্ত ছিটকেই গেলেন মোহাম্মদ শামি।

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ খেলা হচ্ছে না ডানহাতি এই পেসারের।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা মোহাম্মদ শামির খেলাটা নির্ভর করছিল তার ফিটনেসের ওপর। মেডিকেল বোর্ড শেষ পর্যন্ত তার ব্যাপারে সম্মতি না দেওয়ায় টেস্ট সিরিজে তার খেলা হচ্ছে না। ’

দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর থেকে। গতকাল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছেড়ে গেছেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিন। সিরিজ শুরুর আগে ২০ ও ২২ ডিসেম্বর প্রিটোরিয়ায় প্রস্তুতি ম্যাচও খেলার কথা তাদের।  

এদিকে মিডিয়াম পেসার দীপক চাহার ওয়ানডে স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছেন পারিবারিক প্রয়োজনে। তার জায়গায় দলে ঢুকেছেন আকাশা দীপ। শ্রেয়াশ আইয়ার আগামীকাল প্রথম ওয়ানডে খেললেও, টেস্টে প্রস্তুতির জন্য পরের দুটিতে তিনি খেলছেন না।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।