ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে দেশের বাইরেও ভালো বলছেন নিউজিল্যান্ড কোচ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
বাংলাদেশকে দেশের বাইরেও ভালো বলছেন নিউজিল্যান্ড কোচ

ঘরের মাঠে অনেকদিন ধরে সমীহ জাগানিয়া দল বাংলাদেশ। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে অনেকদিন ধরে ভালো।

তবে ধীরে ধীরে বিদেশের মাটিতেও ভালো করছে বাংলাদেশ। যদিও নিউজিল্যান্ডের মাটিতে রেকর্ডটা খুব বেশি সুখকর নয়।

দেশটিতে টেস্ট জিতেছে বাংলাদেশ। তবে কখনোই জিততে পারেনি ওয়ানডে বা টি-টোয়েন্টি। এবার তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে নাজমুল হোসেন শান্তর দল। রোববার ভোরে প্রথম ম্যাচের আগে প্রতিপক্ষ কোচ গ্যারি স্টিডের কণ্ঠে সমীহই ছিল বাংলাদেশের জন্য।  

তিনি বলেছেন, ‘দেশের বাইরের কন্ডিশনে বেশ উন্নত দল তারা এখন। বেশ কয়েকজন ভালো পেসার আছে। ভালো বাউন্সের ঘাসের উইকেটে তারা অবশ্যই ভালো করতে পারে। ’

বাংলাদেশের বিপক্ষে অবশ্য কিছুটা তরুণ দল নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড। গত বিশ্বকাপ স্কোয়াডের ১১ জনই নেই এবার। টানা খেলার ধকল থেকে স্বস্তি দিতেই এমন করা হয়েছে বলে জানালেন স্টিড।

তিনি বলেন, ‘দেখুন তারা তিন-চার মাস ধরেই টানা খেলার মধ্যে ছিলো। তাদের একটু সতেজ হওয়া দরকার। আমাদের সামনে কিন্তু ঠাসা সূচি আছে। টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণে অনেক খেলা আছে। তাছাড়া ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে যদি আমরা দল করতে চাই কিছু খেলোয়াড় এখন থেকে দেখে নিতে হবে। আগামী ৯-১০ মাস আমাদের কোন ওয়ানডে নেই, কাজেই এই সিরিজ ভালো একটি সুযোগ। ’

বাংলাদেশ সময় : ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।