ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সল্ট-ব্রুকের তাণ্ডবে সিরিজ বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
সল্ট-ব্রুকের তাণ্ডবে সিরিজ বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

রানবন্যার ম্যাচে শুরু থেকে ইংল্যান্ডকে জয়ের পথে রেখেছিলেন ফিল সল্ট। দারুণ এক সেঞ্চুরিও তুলে নেন তিনি।

তবে কাজ তখনো শেষ হয়ে যায়নি। জিততে এলে শেষ ওভারে প্রয়োজন ছিল ২১ রান। স্ট্রাইকপ্রান্তে তখন নতুন ব্যাটার হ্যারি ব্রুক। শেষ ওভার করতে আসা আন্দ্রে রাসেলকে একাই খেললেন তিনি। তিন ছক্কা, একটি করে চার ও ডাবলসে এক বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত। ইংল্যান্ডও পাঁচ ম্যাচ সিরিজের তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধান করে।  

গ্রেনাডায় টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২২২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের হয়ে ৪৫ বলে ৬ চার ও ৬ ছক্কায় ৮২ রান করেন নিকোলাস পুরান। এছাড়া অধিনায়ক রোভম্যান পাওয়েল ৩৯, শেই হোপ ২৬ ও শেরফান রাদারফোর্ড উপহার দেন ২৯ রানের ক্যামিও ইনিংস।  

জবাব দিতে নেমে দারুণ শুরু পায় ইংল্যান্ড। অধিনায়ক জস বাটলারের সঙ্গে ১১৫ রানের জুটি গড়েন সল্ট। ৩৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫১ রানে রাসেলের বলে আউট হন বাটলার। এরপর ব্যক্তিগত এক রানে ফিরে যান উইল জ্যাকস। কিন্তু লিয়াম লিভিংস্টোনের সঙ্গে ৭০ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে দেননি সল্ট। এর মাঝে ৫১ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। কিন্তু তার সেঞ্চুরির পরের বলেই সাজঘরে ফিরে যান ১৮ বলে ৩ ছক্কায় ৩০ রান করা লিভিংস্টোন। এরপর উইকেটে এসেই তাণ্ডব ঘটান ব্রুক। ছক্কায় শুরু করে শেষটাও করেন ছক্কাতে। ৭ বলে ১ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৩১ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটার। সল্ট অপরাজিত থাকেন ৯টি ছক্কা এবং ৪টি চারে ৫৬ বলে ১০৯ রানের হার না মানা টর্নেডো ইনিংস খেলে।

এদিকে এই ম্যাচে ছক্কা আসে মোট ৩৪ টি। যা টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

 

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।