ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে সিরিজ শেষ জেমিসনের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
ওয়ানডে সিরিজ শেষ জেমিসনের

হ্যামস্ট্রিংয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ছিলেন না কাইল জেমিসন। এবার পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন এই কিউই পেসার।

এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, টি-টোয়েন্টি সিরিজের আগে পর্যাপ্ত বিশ্রাম দিতে শেষ দুই ওয়ানডেতে খেলবেন না জেমিসন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর থেকেই হ্যামস্ট্রিকের চোটে ভুগছেন তিনি।  

জেমিসনের সঙ্গে ছুটি দেওয়া হয়েছে ব্যাটার ফিন অ্যালেনকেও। আগামীকাল নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সুপার স্ম্যাশের উদ্বোধনী ম্যাচে খেলবেন তিনি। এর আগে প্রথম ওয়ানডের একাদশেও ছিলেন না অ্যালেন। কিন্তু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন তিনি।

ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। ২০ ডিসেম্বর দ্বিতীয় ও ২৩ ডিসেম্বর শেষ দুই ওয়ানডে।  

নেপিয়ারে আগামী ২৭ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি। পরের দুই ম্যাচ হবে মাউন্ট মঙ্গানুইয়ে, ২৯ ও ৩১ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।