ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএল থেকে তাসকিন-শরিফুলের নাম সরিয়ে নিল বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
আইপিএল থেকে তাসকিন-শরিফুলের নাম সরিয়ে নিল বিসিবি

আইপিএলের নতুন আসরের জন্য আগামীকাল অনুষ্ঠিত হবে নিলাম। যেখানে চূড়ান্ত তালিকায় নাম আছে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

কিন্তু তাসকিন ও শরিফুলের নাম সরিয়ে নিয়েছে বিসিবি। বিষয়টি ভারতীয়  ক্রিকেট বোর্ড বিসিসিআইকে জানিয়েছে তারা। তবে বিশেষ বিবেচনায় থাকছে মোস্তাফিজের নাম।

বিসিবি জানিয়েছে, ২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত আইপিএল খেলতে পারবেন মোস্তাফিজ। নিলামে তার ভিত্তিমূল্য ২ কোটি রুপি। যা সর্বোচ্চ ক্যাটাগরি। গত দুই আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন বাঁহাতি এই পেসার। তবে এবার তাকে ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। তাই দল পেতে নিলামে নাম লেখাতে হয় মোস্তাফিজকে।

নিলামে তাসকিনের ভিত্তিমূল্য রাখা হয়েছে ৭৫ লাখ রুপি, আর শরিফুলের ৫০ লাখ রুপি। মার্চের শুরুর দিকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সাদা পোশাকে এই দুই পেসার দলের নিয়মিত সদস্য। মোস্তাফিজ টেস্ট খেলেন না ২০২২ সাল থেকে। তাই বিসিবির লাল বলের কেন্দ্রীয় চুক্তিতেও নেই তিনি।  

এদিকে আগামীকাল দুপুর দেড়টায় দুবাইয়ে শুরু হবে আইপিএলের নিলাম। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির নিলাম অনুষ্ঠিত হবে দেশের বাইরে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।