ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

রংপুর রাইডার্সে খেলবেন ইমরান তাহির

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
রংপুর রাইডার্সে খেলবেন ইমরান তাহির

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে ১৯ জানুয়ারি। এই টুর্নামেন্টের জন্য শক্তিশালী দল গড়ছে রংপুর রাইডার্স।

এবার ফ্র্যাঞ্চাইজিটিতে যোগ দিয়েছেন তারকা লেগ স্পিনার ইমরান তাহির।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ বড় নাম তিনি। টি-টোয়েন্টিতে রয়েছে সমৃদ্ধ ক্যারিয়ারও। ৩৯১ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৪৮৭ উইকেট। ওভারপ্রতি ৬.৯৫ গড়ে রান দিয়েছেন ইমরান।

বিপিএলে অবশ্য এর আগেও এসেছেন ইমরান তাহির। খেলেছেন দুরন্ত রাজশাহীর হয়ে। এবার তিনি খেলতে আসছেন বিপিএলের একবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের হয়ে খেলতে।

এবারের আসরে বাবর আজম, নিকোলাস পুরান, ওয়ানিন্দু হাসারাঙ্গাদের মতো তারকা বিদেশিদের দলে ভিড়িয়েছে রংপুর। এর সঙ্গে আছেন সাকিব আল হাসান, শেখ মাহেদী হাসানের মতো দেশি ক্রিকেটাররাও। ১৯ জানুয়ারি বিপিএল শুরু হয়ে ফাইনাল হবে পহেলা মার্চ।

বাংলাদেশ সময় : ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।