ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএল খেলার এনওসি পেয়েছেন মোস্তাফিজ, কেন পাননি তাসকিন-শরিফুল

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
আইপিএল খেলার এনওসি পেয়েছেন মোস্তাফিজ, কেন পাননি তাসকিন-শরিফুল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। নিলাম থেকে দুই কোটি রুপিতে তাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

যদিও প্রতি বছরই বাংলাদেশের ক্রিকেটারদের অনাপত্তিপত্র নিয়ে ঝামেলা তৈরি হয়। তবে এবার মোস্তাফিজের আইপিএল খেলার পথে বাধা হবে না বিসিবি।  

তাকে অনাপত্তিপত্র দেওয়ার বিষয়টি রোববার সাংবাদিকদের নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। মোস্তাফিজ অনুমতি পেলেও তার দুই সতীর্থ তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম অনুমতি পাননি। শুরুতে নিলামে তাদের নাম থাকলেও পরে সেটি সরিয়ে নেওয়া হয়। এর কারণও ব্যাখ্যা করেছেন জালাল।  

তিনি বলেন, ‘তাসকিন-শরিফুলকে না দেওয়ার কারণ হচ্ছে তাদের ইনজুরি। তাসকিন কিন্তু এখনও অনুশীলন করছে। কালকেও আমার সঙ্গে কথা হয়েছে সে বলছে আমি প্রায় ফিট। এই দুইজন কিন্তু ইনজুরিপ্রবণ খেলোয়াড়। আপনারা জানেন যে বিশ্বকাপে তাসকিন কিন্তু পুরোপুরি ফিট ছিল না। সে ফিফটি পার্সেন্ট ফিট হয়ে খেলেছে। ’

বাংলাদেশ দলের ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার ব্যাপারে বিসিবির বাধ্যবাধকতার কথা শোনা যায়। বছরে দুটির বেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে পারবে না, এমন আলোচনাও ছিল। এবার সেটি কেন্দ্রীয় চুক্তিতেও আনা হতে পারে বলে জানিয়েছেন জালাল।

তিনি বলেন, ‘এক দুই বছর আগে এই রকম পরিকল্পনা ছিল- কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখিনি। এবার হয়তো আমরা কেন্দ্রীয় চুক্তিতে রাখতে পারি। অথবা না রাখলেও হয়তো বলে দেবো সারা বছরে তোমরা একটা বা দুইটা খেলবা। আমরা এটা এখনও সিদ্ধান্ত নেইনি। ’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে না পারায় ক্রিকেটারদের ক্ষতিপূরণের বিষয়ে জালাল বলেন, ‘ক্ষতিপূরণের কথা খারাপ শোনায়। কিন্তু এটা বোর্ড আর খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সমঝোতা। ’

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।